আজকাল ওয়েবডেস্ক: ভিনেশ ফোগাট কি ফের কুস্তিতে ফিরবেন? কুস্তির ম্যাট থেকে রাজনীতির ময়দানে ভিনেশ। সেই তাঁকে নিয়েই আচম্বিতেই চর্চা শুরু সোশ্যাল মিডিয়ায়। এর পিছনে রয়েছে তাঁরই এক সোশ্যাল মিডিয়া পোস্ট।
কী লিখেছেন ভিনেশ ফোগাট? প্যারিস অলিম্পিকে বিতর্কের জন্ম দেওয়া ভিনেশ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''মানলাম, তুমি আজ ক্লান্ত। এও মেনে নিলাম তুমি আজ ক্ষতবিক্ষত পক্ষী। কিন্তু তোমার মধ্যে এখনও রয়ে গিয়েছে সাহস। তোমার লক্ষ্যের জন্য এখনও তুমি জীবিত রয়েছো।''
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Vinesh Phogat (@vineshphogat)
এর পরেই ভিনেশ ফোগাটকে নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। তিনি কি কুস্তির ম্যাটে ফেরার ইঙ্গিত দিলেন। অথচ প্যারিস অলিম্পিকে একদিনে তিন কুস্তিগিরকে মাটি ধরিয়ে ফাইনালে পৌঁছনোর পরে ওজন একশো গ্রাম বেড়ে যাওয়ায় ছিটকে গিয়েছিলেন ইভেন্ট থেকে। তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয় রুপোর পদক।
এরপরই ভিনেশ কুস্তিকে বিদায় জানিয়ে লিখেছিলেন, ''মা কুস্তি আমাকে হারিয়ে দিল। আমাকে ক্ষমা করো। তোমার স্বপ্ন ভেঙে গেল। আমার সাহসও আর নেই। শক্তিও নেই।'' সেই ভিনেশ পরবর্তীতে রাজনীতির ময়দানে নামেন। এবার নেটদুনিয়ায় বার্তা লিখে হয়তো কুস্তিতে ফেরার ইঙ্গিত দিলেন।