আজকাল ওয়েবডেস্ক: সমস্ত জল্পনার অবসান। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিককে পাখির চোখ করে অবসর ভেঙে কুস্তিতে ফিরছেন ভারতের তারকা মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাত।
শুক্রবার ভিনেশ ঘোষণা করেন, তিনি আবারও শুরু করতে চলেছেন তাঁর অলিম্পিক যাত্রা। প্যারিস অলিম্পিকের বিতর্কিত ঘটনার পর তিনি কুস্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন।
ফাইনালে ওঠার পরও মাত্র ১০০ গ্রাম বেশি ওজন থাকার কারণে তাঁকে ম্যাচের আগেই সকালে অযোগ্য ঘোষণা করা হয়, যা তাঁর কেরিয়ারে সবচেয়ে কঠিন মুহূর্ত তৈরি করেছিল।
ভারতের প্রথম মহিলা হিসেবে অলিম্পিক কুস্তি ফাইনালে লড়াইয়ের স্বপ্নও সেখানে ভেঙে যায়। দেড় বছরের বিরতিতে ভিনেশ নিজেকে সময় দিয়েছেন, ভেবেছেন জীবনের পরবর্তী পদক্ষেপ নিয়ে।
এই সময়ে তিনি হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়াই করে জুলানা কেন্দ্র থেকে ৬,০০০ ভোটে জয়ী হন তিনি। এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে শুক্রবার ভিনেশ লিখেছেন, প্যারিস অলিম্পিকই তাঁর শেষ কি না জানতে চাওয়া হয়েছিল বহুবার, কিন্তু তিনি নিজেও দীর্ঘদিন তার উত্তর জানতেন না।
চাপ, প্রত্যাশা এবং নিজের উচ্চাকাঙ্ক্ষা থেকে দূরে গিয়ে প্রথমবার বছরের পর বছর পরে তিনি নিজের মতো করে শ্বাস নেওয়ার সময় পেয়েছিলেন।

ভিনেশ জানান, এই সময়ের মধ্যে তিনি নিজের যাত্রাপথ, সাফল্য, ব্যর্থতা, ত্যাগ এবং জীবনের অজানা দিকগুলোকে উপলব্ধি করেছেন। এবং সেই উপলব্ধির মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন এক সত্য।
তিনি এখনও এই খেলাকে একইরকম ভাবে ভালোবসেন। জয়ের আকাঙ্ক্ষা তাঁর মধ্যে জীবিত রয়েছে। এক পোস্টে তিনি লেখেন, আগুনটা কখনও নেভেনি। ক্লান্তি ও কোলাহলের নিচে চাপা ছিল মাত্র।
শৃঙ্খলা, রুটিন, লড়াই, এসব তাঁর রক্তে মিশে আছে, তাই যত দূরেই যাক, তাঁর শরীরের একটা অংশ সবসময় ম্যাটের সঙ্গেই ছিল।
ভিনেশ জানিয়েছেন, এবার তাঁর লক্ষ্য লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। চলতি বছরের জুলাইয়ে মা হয়েছেন ভিনেশ। স্বামী সোমবীর রাঠী এবং তাঁদের এই সন্তানই এখন তাঁর সবচেয়ে বড় প্রেরণা।
তিনি লিখেছেন, এবার তিনি একা নন, ছেলেকে নিয়েই শুরু হবে নতুন লড়াই, নতুন যাত্রা। ২০১৬ রিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে হাঁটুতে গুরুতর চোট পেয়ে ছিটকে যান ভিনেশ।
২০২১ টোকিও অলিম্পিকে বিশ্বের এক নম্বর হিসেবে নামলেও কোয়ার্টার ফাইনালেই ছিটকে যান। প্যারিসে তিনি ইউই সুসাকি, অকসানা লিভাচ এবং ইউজনেলিস গুজমানকে হারিয়ে দুরন্ত ফর্মে ফাইনালে ওঠেন, কিন্তু শেষ মুহূর্তে ওজন বিতর্কে তাঁকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়।
ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভিনেশ ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের কাছে পুনর্বিবেচনার আবেদন করেন, কিন্তু আবেদন খারিজ হয়।
এরপর তিনি বিষয়টি কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে নিয়ে যান। সেখানেও তাঁর আবেদন নাকচ করে দেওয়া হয়। এই ঘটনার পর তিনি অবসরের ঘোষণা করেন।
অবশেষে দীর্ঘ বিরতির পর তিনি জানালেন, লড়াই এখনও শেষ হয়নি। তাঁর প্রত্যাবর্তন ভারতীয় কুস্তিতে নতুন আশার সঞ্চার করেছে।
