আজকাল ওয়েবডেস্ক: হালকা একটা আশার আলো দেখা যাচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে আবেদন করে কোনও লাভ হয়নি। এবার কোর্ট অফ আরবিট্রেশনে আবেদন করেন ভিনেশ ফোগাত। পরিস্থিতি বিচার করে তাঁকে যুগ্মভাগে রুপো দেওয়ার অনুরোধ জানান ভারতীয় কুস্তিগির। একই সঙ্গে ফাইনালে অংশ নেওয়ার অনুমতি চেয়েও আবেদন করেন। বৃহস্পতিবার অন্তর্বতী সিদ্ধান্ত জানানো হবে। প্যারিসের স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই আবেদন করেন ভিনেশ। মিরাবাই চানুর পদকের ম্যাচ চলাকালীন এই খবর জানা যায়। অলিম্পিক থেকে বাতিল হলেও হাল ছাড়ছেন না ভারতীয় কুস্তিগির। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হলেন তিনি। রুপোর দাবি করেন তিনি। অভিযোগে তিনি জানান, মঙ্গলবার সেমিফাইনালের আগে তাঁর ওজন সঠিক ছিল। সেই ম্যাচ জিতে ফাইনালে ওঠেন। তাই অন্তত রুপোর দাবিদার তিনি। বৃহস্পতিবার মামলার রায় জানানো হবে।
ভিনেশের পক্ষে রায় গেলে, তাহলে রুপো পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের নিয়ম অনুযায়ী, যদি কোনও ক্রীড়াবিদ অভিযোগ করেন, তাঁর পদক কেড়ে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রীড়াবিদের পক্ষে রায় হলে, তাঁকে পদক ফেরত দেওয়া হয়। সেখত্রে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে নিজেদের ভুল মেনে নিয়ে ভিনেশকে পদক দিতে হবে। কোর্ট অফ আরবিট্রেশনের সিদ্ধান্তই চূড়ান্ত। তার বিরুদ্ধে আর আবেদন করা যায় না। প্রথমে পিটি ঊষার নেতৃত্বে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে আবেদন করা হয়েছিল। কিন্তু তাঁরা আবেদনে কোনও সাড়া দেয়নি। তারপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন ভিনেশ। ভারতীয় কুস্তিগিরের ভাগ্য এখন কোর্টের হাতে।
ভিনেশের পক্ষে রায় গেলে, তাহলে রুপো পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের নিয়ম অনুযায়ী, যদি কোনও ক্রীড়াবিদ অভিযোগ করেন, তাঁর পদক কেড়ে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রীড়াবিদের পক্ষে রায় হলে, তাঁকে পদক ফেরত দেওয়া হয়। সেখত্রে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে নিজেদের ভুল মেনে নিয়ে ভিনেশকে পদক দিতে হবে। কোর্ট অফ আরবিট্রেশনের সিদ্ধান্তই চূড়ান্ত। তার বিরুদ্ধে আর আবেদন করা যায় না। প্রথমে পিটি ঊষার নেতৃত্বে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে আবেদন করা হয়েছিল। কিন্তু তাঁরা আবেদনে কোনও সাড়া দেয়নি। তারপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন ভিনেশ। ভারতীয় কুস্তিগিরের ভাগ্য এখন কোর্টের হাতে।
