আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে তাঁকে নিয়ে যে কত কালি খরচ হয়েছে, তার ইয়ত্তা নেই। সেই ভিনেশ ফোগাত নিজেই ঘোষণা করলেন, তিনি মা হতে চলেছেন। 

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তারকা কুস্তিগির তাঁর ভক্তদের সুখবর দেন। স্বামী সোমবীর রাঠীর সঙ্গে ভিনেশ ছবি পোস্ট করে লেখেন, ''আমাদের প্রেম কাহিনিতে যোগ হতে চলেছে নতুন অধ্যায়।'' এই খবর শোনার পরে অনেকেই প্রতিক্রিয়া জানান। 

প্যারিস অলিম্পিকে মাত্র ১০০ গ্রাম ওজন বৃদ্ধির জন্য ফাইনালে নামতে পারেননি তিনি। ভিনেশকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। 

কুস্তি থেকে ছুটি নেওয়ার ঘোষণাও করেন। তাঁর আবেগঘন বিদায়বার্তা রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল দেশকে। ভিনেশ লিখেছিলেন, ''মা আমি হেরে গিয়েছি.. কুস্তি জিতে গিয়েছে।''

পরবর্তীতে রাজনীতিতে নামেন ভিনেশ। এবার ঘোষণা করলেন তিনি মা হতে চলেছেন। অনেকেই চেয়েছিলেন তিনি কুস্তিতে ফিরে আসুন। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে কুস্তির ম্যাটে আর তাঁর আর ফেরা হচ্ছে না।