আজকাল ওয়েবডেস্ক:‌ দীর্ঘ ১০ বছর পর ওয়াংখেড়েতে জিতল আরসিবি। শেষবার মুম্বইকে ওয়াংখেড়েতে হারিয়েছিল সেই ২০১৫ সালে। তার পর এই ২০২৫ সালে।


প্রায় তিন মাস পর মাঠে ফিরলেন বুমরা। সোমবার চার ওভার হাতও ঘুরালেন। ২৯ রান দিলেও কোনও উইকেট পাননি। বুমরার প্রত্যাবর্তনের ম্যাচে হারতে হল মুম্বইকে। 


আরসিবির এই জয়ে দারুণ খুশি দলের প্রাক্তন মালিক বিজয় মালিয়া। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‌দীর্ঘ ১০ বছর পর ওয়াংখেড়েতে মুম্বইকে হারানোর জন্য আরসিবিকে অভিনন্দন। দুর্দান্ত জয়। ২০১৫–র ম্যাচটায় আমি ছিলাম। কিন্তু তখনও ভাবতে পারিনি ওয়াংখেড়েতে আরও একটা জয়ের জন্য ১০ বছর অপেক্ষা করতে হবে। দুর্দান্ত ব্যাটিং ও আঁটোসাঁটো বোলিংয়ের নিদর্শন রাখল আরসিবি। দলে সঠিক ভারসাম্য রয়েছে। আরও সাহসী খেলা উপহার দিক এই দল।’‌


আরসিবির জয়ে বড় অবদান বিরাট কোহলি ও অধিনায়ক রজত পতিদারের। পতিদারই হন ম্যাচের সেরা। শেষদিকে ১৯ বলে ৪০ করেন জীতেশ শর্মা। মুম্বইকে টেনেছিলেন তিলক ভার্মা ও হার্দিক পাণ্ডিয়া। কিন্তু তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। চার উইকেট নেন ক্রুণাল পাণ্ডিয়া।