আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই স্কিলের ঝলকানি। ম্যাচের বল গড়ানোর আগে থেকেই ব্রাজিলীয় ফুটবলাররা বেশি কথা বলছিলেন। মাঠের ভিতর আর্জেন্টিনীয়দেরই দাপট দেখা গেল। 

ব্রাজিলকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের ছাড়পত্র সংগ্রহ করল আর্জেন্টিনা। ভারতীয় সময় বুধবার ভোরে ঘরের মাঠে ফিফা কোয়ালিফায়ারে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে হারাল লিয়োনেল স্কালোনির দল।

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে এক পয়েন্ট দরকার ছিল আর্জেন্টিনার। কিন্তু বুয়েনস আইরসে ব্রাজিলকে হারিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করে তাঁরা। যার ফলে সেলেকাওদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। এখনও বিশ্বকাপের টিকিট পায়নি ব্রাজিল। চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপের ছাড়পত্র নিশ্চিত করল আর্জেন্টিনা। এর আগে টিকিট জোগাড় করে জাপান, নিউজিল্যান্ড এবং ইরান। 

মাঠের ভিতরেও চলল বাকযুদ্ধ। শুরু করেছিলেন রাফিনিয়া। ম্যাচের ৩৮ মিনিটে নিকোলাস ওটামেন্দি ব্রাজিলীয় তারকা রাফিনিয়াকে কম কথা বলতে বলেন।

ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো ও আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেসও জড়িয়ে পড়েন কথার লড়াইয়ে। রদ্রিগো নীল-সাদা জার্সিধারীর পারদেসকে বলেন, ''তুমি খুব খারাপ মানুষ।''এর জবাবে পারদেস বলেন, ''আমার একটি বিশ্বকাপ ও দুটো কোপা আমেরিকা আছে। তোমার কিছু নেই।''

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by PRIME FOOTBALL ???? (@primefootballtv)