আজকাল ওয়েবডেস্ক:‌ ইডেনে পছন্দমতো র‌্যাঙ্ক টার্নার বানিয়েও হারতে হয়েছে। আর এরপরেই প্রশ্নের মুখে ভারতের কোচ গৌতম গম্ভীরের একাধিক সিদ্ধান্ত। ইডেনের পিচ নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছে। পাশাপাশি দল নির্বাচনেও অনেকে খুশি নন। সব মিলিয়ে ভেঙ্কটেশ প্রসাদ থেকে ওয়াসিম জাফর, প্রাক্তন তারকারা গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট।


ভেঙ্কটেশ প্রসাদ সরাসরি আঙুল তুলছেন দল নির্বাচনের দিকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমরা সাদা বলের ক্রিকেটে অসাধারণ। কিন্তু পরিকল্পনার অভাবে টেস্টে নিজেদের কিছুতেই সেরা করে তুলতে পারছি না। দল নির্বাচনে কোনও স্পষ্টতা নেই। অতিরিক্ত পরীক্ষানিরীক্ষা বুমেরাং হয়ে ফিরে আসছে। শুধু ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করা ছাড়া, গত একবছর ধরে টেস্টে খারাপ ফল করছি।’ যা শুধু গম্ভীর নয়, প্রধান নির্বাচক অজিত আগরকারের উদ্দেশেও সাবধানবাণী।


অন্যদিকে ওয়াসিম জাফর চাইছেন যে, ভারত যেন অতীত থেকে শিক্ষা নেয়। এর আগে স্পিনিং ট্র্যাক বানিয়ে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হয়েছিল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ভুলই করল। প্রাক্তন ব্যাটার লিখেছেন, ‘মনে হচ্ছে, আমরা নিউজিল্যান্ড সিরিজ থেকে কিছুই শিখিনি। এই ধরনের পিচে বিপক্ষ ও আমাদের স্পিনারদের পার্থক্য কমে যায়। আমাদের উচিত পুরনো পিচে ফিরে যাওয়া। যে পিচে ২০১৬–১৭ সালে খেলা হয়েছিল। তখন বিরাট অধিনায়ক ছিল এবং নিউজিল্যান্ড ও ইংল্যান্ড এদেশে খেলতে এসেছিল।’


সৌরভ অবশ্য আগেই বলেছিলেন, ‘‌শুধু স্পিন–স্পিন করলে চলবে না। মনে রাখতে হবে ভারতকে পেসাররাও ম্যাচ জিতিয়েছে। সেটা ঘরের মাঠেও। তাহলে কেন অযথা ঝুঁকি নিতে যাবে? আমার মতে, ভারতের উচিত নিজেদের ঘরের মাঠে ভাল পিচে খেলা। এটা মনে রাখতে হবে টেস্ট পাঁচ দিনের খেলা। তিন দিনের নয়।’‌