আজকাল ওয়েবডেস্ক:‌ ১৪ বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীকে নিয়ে উন্মাদনা তুঙ্গে ইংল্যান্ডে। আইপিএলে চমকে দিয়েছিল বৈভব। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বৈভব এবার গেছে ইংল্যান্ড সফরে। এক দিনের সিরিজে বেশ ভাল পারফরম্যান্সও করেছে। এতটাই যে শুধু বৈভবের সঙ্গে দেখা করবে বলে ছ’ঘণ্টা গাড়ি চালিয়ে উরস্টার গিয়েছে দুই খুদে সমর্থক। বৈভবের সঙ্গে ছবিও তুলেছে তারা।


রাজস্থান রয়্যালসের তরফে ছবি পোস্ট করে এই কথা জানানো হয়েছে। আনিয়া এবং রিভা নামে দুই সমর্থক বাবার সঙ্গে গিয়েছিল বৈভবের সঙ্গে দেখা করতে। দু’জনের বয়সই বৈভবের মতোই, অর্থাৎ ১৪–র কাছাকাছি। দু’জনের গায়েই ছিল রাজস্থানের জার্সি। আইপিএলে এই দলের হয়েই খেলে বৈভব। ছবি তোলার পাশাপাশি ভারতীয় দলের হয়েও চিয়ারও করেছে দুই সমর্থক।


প্রসঙ্গত, সোমবার উরস্টারে ছিল ভারত অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওপেন করতে নেমে ৪২ বলে ৩৩ রান করেছে বৈভব। তবে অতটা আগ্রাসী ইনিংস খেলেনি বৈভব। বৈভবের ইনিংসে ছিল তিনটে চার এবং দুটো ছয়। ১৫ তম ওভারে সেবান্তিয়ান মর্গ্যানের বলে অ্যালেক্স গ্রিনের হাতে ক্যাচ দিয়ে আউট হয় বৈভব। 


তবে গোটা সিরিজে ভালই খেলেছে বৈভব। সর্বোচ্চ রানও বৈভবের ব্যাট থেকেই এসেছে। পাঁচ ম্যাচে ৩৫৫ রান করেছে সে। মেরেছে ২৯টা ছয় এবং ৩০টা চার। আর কোনও ব্যাটার ৩০০–ও পেরোতে পারেনি। এই সিরিজে মোট চার জন ব্যাটার শতরান করেছে। বৈভবের স্কোর (১৪৩) সবার চেয়ে বেশি। ৫২ বলে শতরান করেছিল সে। যুবদের এক দিনের ক্রিকেটে যা দ্রুততম। 


এমনকি এজবাস্টনে ভারতের খেলাও দেখতে গিয়েছিল বৈভব। জানিয়েছে, ‘‌ইংল্যান্ডে এই প্রথম টেস্ট ম্যাচ দেখলাম। দারুণ অনুভূতি। শুভমনের ইনিংস থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি।’‌