আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের পাতায় নাম তুলে নিলেন চোদ্দো বছর বয়সী ভারতীয় তারকা।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শনিবার সূর্যবংশী টপকে গেলেন বিরাট কোহলিকে। যুব ওয়ানডেতে কোহলির থেকে চার রানে পিছিয়ে ছিলেন সূর্যবংশী।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলেনি সূর্যবংশী ম্যাজিক।
কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সূর্যবংশী ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি।
এদিন সূর্যবংশীর শুরুটা বেশ ভাল হয়। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে তাঁর দরকার ছিল ২৭ রান। ২৭ রান করলেই যুব ওয়ানডেতে এক হাজার রান পূর্ণ করবেন তিনি। সেটাও করে ফেললেন। এই চোদ্দো বছর বয়সেই সূর্যবংশীর পিছনে ছুটছে রেকর্ড।
ওপেনিংয়ে সূর্যবংশীর সঙ্গী আয়ূষ মাহত্রে অবশ্য দ্রুত ফিরে যান। মাত্র ৬ রান করেন তিনি। বেদান্ত ত্রিবেদি খাতাই খোলেননি। বিহান মালহোত্রাও ব্যর্থ হন।
তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে যে দৃশ্য দেখতে সবাই অভ্যস্থ, বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপে সেই একই দৃশ্য দেখা গেল।
বড়দের দেখানো পথে হাঁটল ছোটরাও। ভারতের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আয়ূষ মাত্রে করমর্দন করলেন না বাংলাদেশের সহ–অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে।
আয়ূষের হাতে ছিল টস কয়েন। ম্যাচ রেফারি ডিন কস্কার টসের নির্দেশ দিলে শূন্যে কয়েন ছুড়ে দেন আয়ূষ। আবরার ‘টেল’ বলেন। কয়েন মাটিতে পড়ার ডিন জানান, বাংলাদেশ টস জিতেছে। এর পরই সরে যান আয়ূষ। বাংলাদেশের সহ–অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। আবরারের মধ্যেও হাত মেলানোর উদ্যোগ দেখা যায়নি। প্রসঙ্গত, বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম টসের সময় তৈরি হতে পারেননি। তিনি টস করতে পাঠান সহ–অধিনায়ককে।
গত এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের অন্য ক্রিকেটাররাও পাক ক্রিকেটারদের এড়িয়ে গিয়েছিলেন। পরে ভারত–পাকিস্তান ছোটদের এবং মহিলা ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছে। এবার ভারত–বাংলাদেশ ক্রিকেটেও একই ঘটনা ঘটল। যা এবার শুরু হল ছোটদের ক্রিকেট থেকে।
এটা ঘটনা, বাংলাদেশে চলছে অচলাবস্থা। বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে গিয়েছে। যা নিয়ে বিরক্ত ভারত। বাংলাদেশ ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না খেলানোর নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। এরপরই কেকেআর কর্তৃপক্ষ রিলিজ করে দেয় বাংলাদেশি পেসারকে। এই ঘটনা মানতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি–২০ বিশ্বকাপ খেলতে আসতে চাইছে না তারা। যদিও আইসিসি অনড়। তারা এখনও ভেন্যু পরিবর্তন করেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হোক। কিন্তু এখনও কোনও সমাধানসূত্র বেরোয়নি। এই পরিস্থিতিতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ম্যাচেও টসের সময় বাংলাদেশের সহ–অধিনায়ককে এড়িয়ে গেলেন ভারত অধিনায়ক আয়ূষ মাহত্রে।
