আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। সর্বকনিষ্ঠ হিসেবে শতরান করে তাকও লাগিয়েছে বৈভব সূর্যবংশী। এবার আরও নতুন পালক যোগ হল। খেলতে নামলে প্রায় প্রতি ম্যাচেই রেকর্ড গড়ছে বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের মাটিতে আরও এক কীর্তি গড়েছে সে। তবে এবার ব্যাটার বৈভব নয়, নজির গড়েছে বোলার বৈভব।


ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিলেত সফরে গেছে বৈভব। খেলছে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে। 


বেকেনহামের মাঠে ইংল্যান্ডের অধিনায়ক হামজা শেখের উইকেট নিয়েছে বৈভব। বাঁহাতি স্পিনার বৈভব। তার ফুলটসে বড় শট খেলার চেষ্টা করেন হামজা। কিন্তু ব্যাটে–বলে হয়নি। লং অফে ক্যাচ ধরেন হেনিল প্যাটেল। পরে টমান রিউকেও আউট করে বৈভব।


ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে কোনও বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নিয়েছে ১৪ বছরের বৈভব। বিহারের ছেলের বয়স এখন ১৪ বছর ১০৭ দিন। এর আগে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নেওয়ার রেকর্ড ছিল ঝাড়খণ্ডের মানিশির দখলে। ২০১৯ সালে ১৫ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছিল সে। সেই রেকর্ড ভেঙেছে বৈভব।


বিশ্বক্রিকেটে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে বৈভব। ১৯৯৪ সালে পাকিস্তানের মাহমুদ মালিক মাত্র ১৩ বছর ২৪১ দিন বয়সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়েছিল। সেটাই রেকর্ড। দ্বিতীয় স্থানেও পাকিস্তানের ক্রিকেটার। ২০০৩ সালে হিদায়াতুল্লা খান ১৩ বছর ২৫১ দিন বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েছিল।


ইংল্যান্ডের বিরুদ্ধে চার দিনের টেস্টে প্রথম ইনিংসে রান পায়নি বৈভব। ১৪ রান করে আউট হয় সে। তার পরেও ভারত প্রথম ইনিংসে ৫৪০ রান করে। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪৩৯ রানে। বৈভব ১৩ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছে ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য রান পেয়েছে বৈভব। ৪৪ বলে ৫৬ রান করেছে সে। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের থেকে ২২৯ রান এগিয়ে ভারত।


এই বৈভবকে দেশ চিনেছিল আইপিএল নিলামে। যখন ১ কোটি টাকায় তাঁকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নিলামে দল পেয়েছিল বৈভব। বাকিটা ইতিহাস। ২০২৫ আইপিএলে রাজস্থান কিছু করতে না পারলেও বৈভব নিজেকে প্রমাণ করেছে। শতরান করেছে। কোচ রাহুল দ্রাবিড় স্বয়ং বলেছেন, বৈভবকে আগলে রাখতে হবে। 

এদিকে এল বড় খবর। চোটের জন্য ইংল্যান্ড সফরের দলে জায়গা পাননি। এবার চাপ আরও বাড়ল মহম্মদ সামির উপর। দেশের জার্সিতে সামি কবে ফিরবেন তার কোনও নিশ্চয়তা নেই। এবার কি আইপিএলের দল থেকেও বাদ পড়বেন ভারতীয় পেসার? সানরাইজার্স হায়দরাবাদের নতুন বোলিং কোচের কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল। শুধু সামি নয়, ঈষান কিষানকেও বাদ দিতে চলেছে হায়দরাবাদ। 

তবে এটাও ঘটনা এই সামিই কিন্তু ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন। সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। একাধিক ম্যাচে পাঁচের বেশি উইকেট নিয়েছিলেন। সেই সামিই এখন বাতিলের তালিকায় যেতে চলেছেন। 

এখন দেখার আইপিএল ফ্রাঞ্চাইজি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত যে সামির পক্ষে যাবে না তা বলাই বাহুল্য।