আজকাল ওয়েবডেস্ক: উর্ভিল প্যাটেল ঝড়। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩১ বলে সেঞ্চুরি করে ফের রেকর্ড গড়লেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন উর্ভিল। ভারতের ব্যাটারদের মধ্যে যা যুগ্মভাবে দ্রুততম।
সেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩৬ বলেও সেঞ্চুরি রয়েছে তাঁর। ঘরোয়া ক্রিকেটে তাঁর ব্যাট ঝলকানোর সুবাদে আইপিএলেও সুযোগ পান তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন তিনি।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গুজরাট অধিনায়ক উর্ভিল। সার্ভিসেসের বিরুদ্ধে ৩৭ বলে ১১৯ রানে অপরাজিত তিনি। ৩১ বলে সেঞ্চুরিতে ১০টি ছক্কা ও ১২টি বাউন্ডারি মেরেছেন উর্ভিল।
যে ক্রিকেটার এমন চার-ছক্কা হাঁকাতে পারেন, সেই উর্ভিল গত বছরের আইপিএলের নিলামে দলই পাননি।
টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে চোটের জন্য চেন্নাইয়ের এক ক্রিকেটার ছিটকে যান। তাঁর পরিবর্ত হিসেবে উর্ভিলকে নেয় চেন্নাই। ৩ ম্যাচ খেলে উর্ভিল ৬৮ রান করেন। এবার অবশ্য চেন্নাইয়ে রয়েছেন তিনি।
