মিল্টন সেন, হুগলি,২২ জুলাই: টানা পাঁচ ম্যাচ জয়। ষষ্ঠ ম্যাচে ডায়মন্ড হারবারের সঙ্গে গোলশূন্য ড্র। এক ম্যাচ পর ফের জয়ের সরণীতে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। কলকাতা লিগে মঙ্গলবার চুঁচুড়া ময়দানে ইউকেএসসি ৫–০ গোলে উড়িয়ে দেয় উয়াড়িকে।
এদিন ছিল ভয়ঙ্কর গরম। রোদের তেজ তীব্র। তা উপেক্ষা করেই দর্শকরা ভিড় জমিয়েছিলেন মাঠে। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হয় খেলা। দুই দলই ছিল আক্রমণাত্বক। তবে প্রথমার্ধ ছিল গোল শূন্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই স্ট্র্যাটেজি পাল্টে ফেলে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। একের পর এক আক্রমণ তুলে আনতে শুরু করে বিপক্ষ বক্সে। দ্বিতীয়ার্ধে পুরো খেলাই হয় উয়াড়ি বক্সে। দ্বিতীয়ার্ধে মাত্র মিনিট কুড়ির ব্যবধানে পর পর চারটি গোল দিয়ে দেয় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র তিন মিনিটের ব্যবধানে পর পর তিনটি গোল মুগ্ধ করে দেয় মাঠে উপস্থিত দর্শকদের।
প্রথম গোল অবশ্য আত্মঘাতী। বক্সের বাইরে থেকে গোল লক্ষ্য করে জেকবের মাটি ঘেঁষা শটকে আটকানোর চেষ্টা করেছিল বিপক্ষ উয়াড়ির ডিফেন্ডার। হয় ঠিক উল্টোটাই। ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে যায় উয়াড়ির জালে। ঠিক এক মিনিট পরেই দ্বিতীয় গোল রাহুল ভিপির। মাঝমাঠ থেকে বল নিয়ে বিপক্ষ উয়াড়ির রক্ষণকে ভেঙে রাহুল ঢুকে যান বক্সে। গোলরক্ষক কিছু বোঝার আগেই বল নেটে। পরের মিনিটেই ফের গোল। এবার গোল করেন জীতেন মুর্মু। এরপর লম্বা জোরালো শটে আরও একটি গোল করেন জীতেন মুর্মু। ম্যাচে জোড়া গোল তাঁর। খেলা শেষ হওয়ার মিনিট কয়েক আগে ফের গোল করেন রাহুল ভিপি। রাহুলেরও ম্যাচে জোড়া গোল। মঙ্গলবারের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন জিতেন মুর্মু।

প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগে প্রথম বছরেই দুর্দান্ত খেলছে ইউকেএসসি। সাত ম্যাচ খেলে তারা এখনও অপরাজিত। জয় ছয় ম্যাচে। একটি ড্র। সেটিও শক্তিশালী ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। গত শুক্রবার বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। এক ম্যাচ পর ফের জয়ের সরণীতে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব।
কলকাতা লিগে নতুন এই দলের ইউএসপিই হল খেলা থাকলে প্রচুর সমর্থক হাজির। ইউকেএসসি’র ম্যাচ থাকলে গ্যালারিতে সমর্থকদের ঢল নামে। প্রিয় দলকে সারাক্ষণ সমর্থন করে যান তাঁরা। মঙ্গলবার চুঁচুড়ার মাঠেও তার ব্যতিক্রম হয়নি। এদিনও প্রচুর ভক্ত এসেছিলেন তাঁদের প্রিয় ইউকেএসসিকে সমর্থন জানাতে। আর ফুটবলাররাও ভক্তদের হতাশ করেননি। পাঁচ গোলে জয় তুলে নিয়েছেন।
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে সতর্কবাণী, স্টোকসকে নিয়ে চিন্তায় ইংল্যান্ডের প্রাক্তন তারকা
কোচ ইয়ান ল’র ছেলেরা প্রতি ম্যাচেই উন্নতি করছেন। সুপার সিক্সে ওঠার পথ এখন অনেকটাই উজ্জ্বল মনে হচ্ছে। আর তা হলে সেটাও হবে একটা রেকর্ড। কারণ এর আগে প্রিমিয়ারে আবির্ভাবেই কোনও দল সুপার সিক্সে যেতে পারেনি। এই ইউকেএসসি যা খেলছে তাতে রেকর্ডও যেন এখন জলভাত। সঙ্গে প্রশংসা করতে হবে টিম ম্যানেজমেন্টের। একটা সুন্দর দল তৈরি করার জন্য।
ছবি পার্থ রাহা
