আজকাল ওয়েবডেস্ক: শক্তিশালী ডায়মন্ডহারবার এফসিকে রুখে দিয়ে কলকাতা লিগে টানা ছ’ম্যাচ অপরাজিত রইল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। শুক্রবার বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে গোলশূন্য ড্র হল ডায়মন্ডহারবার এবং ইউকেএসসির লড়াই। তবে টানটান ম্যাচের সাক্ষী থাকলেন উপস্থিত দর্শকরা। ম্যাচ শেষে দু’দলের খেলার প্রশংসা করলেন সকলেই। একদল এই ম্যাচের আগে টানা ম্যাচ জিতেছে এবং অন্য দল কলকাতা লিগে টানা ২০ ম্যাচ অপরাজিত।

দুই হেভিওয়েট দলের লড়াই দেখতে এদিন মাঠে উপস্থিত ছিলেন অ্যালভিটো ডি কুনহা, রহিম নবি, দীপঙ্কর রায় সহ আরও অনেকে। তবে গোলশূন্য ড্র হলেও বেশ কয়েকটা গোলের সুযোগ এসেছিল দুই দলের কাছেই। কার্ড সমস্যার কারণে এদিন দলে ছিলেন না ইউকেএসসির রাকেশ ধারা এবং ফরোয়ার্ড জেকব। বেশ কয়েকটা পরিবর্তন হয়েছিল প্রথম একাদশে। শুরু থেকেই নেমেছিলেন জিতেন মুর্মু। অন্যদিকে, সামনে ডুরান্ড কাপ থাকার জন্য সিনিয়র দলের বেশি কাউকে খেলাচ্ছে না ডায়মন্ডহারবার।

গোলকিপার সুশান্তকে নেওয়া হয়েছিল মূল দল থেকে। তরুণ ব্রিগেডের খেলা দেখতে মাঠে এসেছিলেন কিবু ভিকুনাও। এদিন খেলার শুরুতেই দ্রুততম গোল করার সুযোগ এসেছিল ইউকেএসসির কাছে। বল জালে জড়িয়ে গেলে কলকাতা লিগে দ্রুততম গোল করার রেকর্ড লেখা হয়ে যেত। আক্রমণ-প্রতি আক্রমণে গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। প্রথম হাফে খুব বেশি গোলের সুযোগ আসেনি কোনও দলের কাছেই। আক্রমণ মূলত বাড়ে দ্বিতীয় হাফে, ফলে সুযোগও বেশি তৈরি হয়।

৬৮ মিনিটের মাথায় ইউকেএসসির সাইড ব্যাক শুভ বিশ্বাসের শট একটুর জন্য মিস হয়। বেশ কয়েকবার নিশ্চিত গোল বাঁচান ইউকেএসসি কিপার অভিলাষও। খেলা শেষের কিছুক্ষণ আগে ম্যাচের সবথেকে ভাল সুযোগ এসেছিল ইউনাইটেড কলকাতার কাছে। ডায়মন্ডহারবারের গোলের দিকে ফাঁকায় বাড়ানো লং বল পেয়ে গিয়েছিলেন ইউনাইটেডের আকাশ। সামনে ছিলেন গোললাইন ছেড়ে বেরিয়ে আসা সুশান্ত।

কিন্তু সেখান থেকে আলতো টোকায় আকাশ বল গোলের দিকে মেরে দিলেও ঝাঁপিয়ে পড় দুর্দান্ত সেভ করেন কিপার সুশান্ত। প্লেয়ার অফ দ্য ম্যাচও পান তিনি। ম্যাচের পর ইউনাইটেড কোচ ইয়ান ল জানান, ‘টানা ছ’টা ম্যাচ আমরা অপরাজিত। ছেলেরা খুব ভাল খেলছে। আমার মনে হয় নিউট্রাল ভেন্যুতে খেলা হলে ফলাফল অন্যরকম হতে পারত। দলের অনেকে সাসপেনশন এবং চোটের জন্য বাইরে। জেকব নেই, রাকেশ ধারা নেই, নাওরেম চোটের জন্য নেই। আমাদের কাছে অনেক সুযোগ এসেছিল। জিতেন বেশ কয়েকটা সুযোগ পেয়েছে। শেষের দিকে আকাশ একটা ভাল চান্স পেয়েছিল। দলের খেলায় আমি খুশি। আশা করি পরের ম্যাচে আবার জয়ে ফিরব আমরা'।
