আজকাল ওয়েবডেস্ক: একসময় ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছিলেন। তাঁর গতিতে নড়ে যেত তাবড় তাবড় ব্যাটারদের স্ট্যাম্প। আশার আলো দেখেছিলেন ভারতীয় নির্বাচকরা। নিয়মিত ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করা বোলার ভারতীয় ক্রিকেটে বিরল বলাই চলে। কিন্তু বেশিদিন ছন্দ ধরে রাখতে পারেননি। গতির দৌড়ে লাইন লেন্থের সমস্যা হয়। তারওপর চোট-আঘাত। আইপিএলের নিলামে তাঁর ওপর আস্থা রাখে কলকাতা নাইট রাইডার্স। বেগুনী জার্সিতে নামার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উমরান‌ মালিক। এবার ৭৫ লক্ষে ভারতীয় স্পিডস্টারকে কিনেছে নাইটরা। আবার পুরনো ছন্দ ফিরে পেতে মরিয়া উমরান।

আইপিএল জয়ী ফ্রাঞ্চাইজিতে যোগ দিয়েই বাকিদের হুঙ্কার দিলেন। উমরান বলেন, 'কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। কেকেআরের জার্সি গায়ে চাপানোর জন্য উত্তেজিত। আর তর সইছে না। ওরা গত বছরের চ্যাম্পিয়ন। আমি নিশ্চিত, এবছরও আরেকটা খেতাব জিতবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য ওদের কাছে কৃতজ্ঞ।' গত কয়েকবছরে চোটে জর্জরিত স্পিডস্টার। তবে নিজের লাইন, লেন্থ, গতি এবং ফিটনেস উন্নতি করার দিকে নজর দেন।

আইপিএলে ভাল পারফরম্যান্সে আবার জাতীয় দলে প্রত্যাবর্তন করা লক্ষ্য। উমরান‌ বলেন, 'আশা করছি কেকেআরের হয়ে আমি অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাব। আমি ২০০ শতাংশ ফিট। এবার আপনারা আলাদা উমরান‌ মালিককে দেখবেন। শেষ করে দেব। আইপিএলে‌ ভাল খেলে, জাতীয় দলে ফিরতে চাই। এই লিগ প্রচুর ক্রিকেটারের জন্য আদর্শ মঞ্চ। আমি এই আইপিএলে নিজেকে নিংড়ে দেব। উইকেট নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। কেকেআরের হয়ে সেরাটা দিতে চাই। গতি আমাকে রোমাঞ্চিত করে। ১৬০ ছুঁতে পারব কিনা জানি না। তবে ১৫০ গতিতেই অনেক উইকেট পাব।' সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে যাত্রা শুরু উমরানের। সেখানে ডেল স্টেইন, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, মার্কো জ্যানসেনদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছেন। তারকা বোলারদের থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন। কেকেআরে‌ এবার আনরিচ নোখিয়া, হর্ষিত রানার সঙ্গে খেলতে হবে তাঁকে। নাইটদের ড্রেসিংরুমে অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞ তারকাকে পেয়েও খুশি উমরান।