আজকাল ওয়েবডেস্ক:  বিরাট কোহলির টেস্ট থেকে অবসর গ্রহণের খবরে অন্যদের মতো তিনিও ব্যথিত। বিরাট অবসরের পরে শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা আবেগমথিত এক পোস্ট করেন। তিনি লেখেন, ''মাঠে তীব্র লড়াই থেকে শুরু করে ক্রিজে পৌঁছে শ্রদ্ধা-সহ ইশারা, তোমার খেলা পরিচালনা করা সবসময়ই আনন্দের ছিল। টেস্ট ক্রিকেটের প্রতি তোমার আবেগ অতুলনীয় ছিল। দীর্ঘতম ফরম্যাট থেকে বিদায় নেওয়ার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। তোমার স্বাক্ষরিত টেস্ট জার্সি আমার সংগ্রহের সবচেয়ে বিশেষ স্মারকগুলির মধ্যে একটি। ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তির স্মৃতিচারণ।'' 

কোহলির অবসরের ঘোষণা শোনার পরে ধর্মসেনা বলেন, ''ক্রিকেটের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। তোমার কয়েকটি টেস্ট ম্যাচ পরিচালনার দায়িত্ব পড়েছিল আমার উপরে। অন্যতম সেরা ব্যাটার।'' 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kumar Dharmasena (@kumardharmasenaofficial)