ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব - ১ (জেকব)
ইউনাইটেড স্পোর্টস ক্লাব - ০
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়নদের গর্জন। শুরুতেই জোড়া জয়ে নিজেদের উপস্থিতির জানান দিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। বুধবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারাল ইউকেএসসি। ম্যাচের একমাত্র গোল জেকব ভ্যানলালহিমপুঁইয়ার। কলকাতা পুলিশ ক্লাবের পর ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে জয়। ১০ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোল। নৈহাটির সবুজ গালিচায় প্রথমবার খেলতে নেমেই বাজিমাত। এর আগে কলকাতা ফুটবলে কোনও নবাগত দলের এই নজির নেই।
প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব। যারা দীর্ঘ বছর ধরে কলকাতা তথা ভারতীয় ফুটবলে দাপটের সঙ্গে খেলছে। যে ক্লাবে একসময় খেলে গিয়েছেন ব়্যান্টি মার্টিন্স, কার্লোস হার্নান্দেজের মতো ফুটবলাররা। পরিকল্পিত ফুটবলে তাঁদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ইউকেএসসি। নব্বই মিনিটের মধ্যে সিংহভাগ আধিপত্য কলকাতা লিগের এ ডিভিশনের চ্যাম্পিয়নদের।

ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় ইউকেএসসি। ইউনাইটেডের রক্ষণের ভুলে। গোলকিপার সৌরভ সামন্তর বাড়ানো বল ধরতে পারেনি বিপক্ষের ডিফেন্ডার। পা থেকে বল ছিনিয়ে নেয় ভিনিল পূজারি। তাঁর পাস থেকে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে ফাঁকায় গোল করেন জেকব। কলকাতায় প্রথম গোল পেয়ে খুশি পাহাড়ি স্ট্রাইকার। জয়ের কৃতিত্ব দিলেন গোটা দলকে। গোল উৎসর্গ সতীর্থদের।
প্রথমার্ধ ইউকেএসসির। রক্ষণ, মাঝমাঠ, আক্রমণ, সবেতেই প্রতিপক্ষকে টেক্কা দেয়। নজর কাড়েন জেকব। দিল্লি এফসি থেকে আসা বড় চেহারার স্ট্রাইকার বেশ কয়েকবার বিপক্ষের রক্ষণকে চ্যালেঞ্জের মুখে ফেলেন। বিরতির আগে অন্তত জোড়া গোলে এগিয়ে যেতে পারত ইউকেএসসি। গোল মিস করেন ভিনিল পূজারি। ইয়ান লর স্ট্র্যাটেজির প্রশংসা করতেই হবে। প্রথমার্ধে বিপক্ষের সবচেয়ে ভয়ঙ্কর ফুটবলার সাহিল হরিজনকে বোতলবন্দি করে রাখেন। যার ফলে প্রথম ৪৫ মিনিট ছন্নছাড়া ফুটবল ইউনাইটেডের। প্রথমার্ধে মাত্র একটি সুযোগ। মিস করেন সতরিয়া বক্সী। ফিরতি শটও গোলে ঠেলতে পারেনি। বিরতির পর ম্যাচে ফেরে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। চোটের জন্য কয়েকটা ফোর্সড চেঞ্জ করতে বাধ্য হন ইয়ান ল। তুলে নেন জেকব, প্রজ্ঞানদের। যা কাজে লাগিয়ে ম্যাচে ফেরে প্রতিপক্ষ।
খোলস ছেড়ে বেরোন সাহিল। কলকাতা লিগের প্রথম ম্যাচে অসাধারণ গোল করে নজর কেড়েছিলেন। এদিনও গোল লক্ষ্য করে একটি গোলার মতো শট মারেন সাহিল। কিন্তু বাঁচিয়ে দেন ইউকেএসসি কিপার অভিলাষ।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর বেশ কয়েকটা সুযোগ পায় ইউনাইটেড। কিছুটা ভাগ্যের জোরে বেঁচে যায় ইউকেএসসি। যা ম্যাচ শেষে মেনে নেন কোচ। ইয়ান ল বলেন, 'আমরা প্রথমবার কলকাতা প্রিমিয়ার লিগে খেলছি। যথেষ্ঠ চ্যালেঞ্জিং। ছেলেরা চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। প্রথম দুটো ম্যাচ জেতা কৃতিত্বের। তারওপর আমরা দুটো ম্যাচেই ক্লিনশিট রাখতে পেরেছি। প্রথমার্ধে আমরা আধিপত্য দেখিয়েছি। বিরতির পর ইউনাইটেড ভাল খেলেছে। আমরা কয়েকটা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। ওরা সেটা কাজে লাগিয়ে আমাদের চাপে ফেলে দেয়। তবে ভাগ্য কিছুটা আমাদের সঙ্গ দিয়েছে।' শনিবার রেনবোর বিরুদ্ধে পরের ম্যাচ ইউকেএসসির।
