আজকাল ওয়েবডেস্ক: ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের চতুর্থ এবং বক্সিং ডে টেস্ট। তবে ইতিমধ্যেই সিরিজ দখলে নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া।
এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। এবার মেলবোর্ন টেস্টের জন্য দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। জানা গেল, ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ অ্যাশেজ টেস্টে খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করেছে।
লায়নের ডান হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর হওয়ায় তাঁর অস্ত্রোপচার প্রয়োজন, যার ফলে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
শুক্রবার থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে চলা এই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট ও বিশ্রামের কারণে দল থেকে বাদ পড়া কামিন্স ও লায়নের বদলে কভার হিসেবে রাখা হয়েছে পেসার ঝে রিচার্ডসন এবং স্পিনার টড মারফিকে।
এবারের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার দখলে চলে এসেছে। পার্থ এবং ব্রিসবেনে আট উইকেটের জয় এবং অ্যাডিলেডে ৮২ রানের জয়ে সিরিজে ৩-০ লিড নিয়েছে তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যাট কামিন্স বর্তমানে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট পরিকল্পনার অংশ হিসেবে এই ম্যাচে খেলবেন না।’
উল্লেখ্য, লোয়ার ব্যাকের সমস্যার কারণে জুলাইয়ের পর অ্যাডিলেড টেস্টই ছিল কামিন্সের প্রথম ম্যাচ। সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সও করেন তিনি।
উইকেট তুলে নেন জো রুটের। মেলবোর্ন টেস্টে কামিন্সের অনুপস্থিতিতে আবারও অধিনায়কের দায়িত্বে থাকবেন স্টিভ স্মিথ। প্রথম দুই টেস্টে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
অ্যাডিলেড টেস্টে ভার্টিগোর উপসর্গের কারণে খেলতে পারেননি স্মিথ। এদিকে নাথান লায়ন প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘ডান হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে লায়নের অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের পর রিহ্যাবের কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন।’
৩৮ বছর বয়সি লায়ন অ্যাডিলেড টেস্টের পঞ্চম দিনে ফিল্ডিং করতে গিয়ে বাউন্ডারি বাঁচানোর সময় চোট পান এবং মাঠ ছাড়তে বাধ্য হন।
এই ম্যাচেই তিনি নিজের টেস্ট কেরিয়ারের ৫৬৪তম উইকেট তুলে নিয়ে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে টপকে যান। বর্তমানে লায়ন টেস্টে উইকেট শিকারির তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন।
লায়নের বদলে দলে সুযোগ পেতে পারেন টড মার্ফি। তিনি ঘরের মাঠে তাঁর প্রথম টেস্ট খেলতে প্রস্তুত। এর আগে তিনি সাতটি টেস্টই খেলেছেন দেশের বাইরে।
চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরে তিনি শেষবার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন। অন্যদিকে, দীর্ঘ চার বছর পর টেস্ট দলে ফিরেছেন ঝে রিচার্ডসন। এই সময়ে তাঁর কাঁধে তিনবার অস্ত্রোপচার হয়েছিল।
স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্ক দলের মূল পেস ব্যাটারি। অ্যাডিলেড টেস্টের পর তাঁরা পুরোপুরি ফিট। তৃতীয় পেসারের জায়গায় মাইকেল নেসার, ব্রেন্ডন ডগেট এবং রিচার্ডসনের মধ্যে কেউ একজন খেলতে পারেন।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, টড মারফি, মাইকেল নেসার, ঝে রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারল্ড, বিউ ওয়েবস্টার
