আজকাল ওয়েবডেস্ক: টেস্ট সিরিজের পরে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে রবিবার থেকে। 

কিন্তু টি-টোয়েন্টি সিরিজে শাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ। কানপুর টেস্টের বল গড়ানোর আগে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা করেছেন শাকিব। নামী এই অলরাউন্ডারকে ছাড়া এগিয়ে যাওয়াই এখন চ্যালেঞ্জ বাংলাদেশের।

ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে শাকিবের না থাকার প্রসঙ্গ উত্থাপ্পন হয় সাংবাদিক বৈঠকে। শাকিব না থাকায় কতটা চাপে বাংলাদেশ, জানতে চাওয়া হয়েছিল তৌহিদ হৃদয়ের কাছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হৃদয় বলেন, ''আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়েই চাপ থাকে। তা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করলে খেলা সম্ভব নয়। শাকিব নেই, ওঁকে আমরা মিস করব। তবে সবাইকেই একদিন সরতে হয়। শাকিবের শূন্যস্থান আমরা পূরণ করতে পারব বলেই মনে করি।''

কানপুর টেস্টের আগে বাংলাদেশের তারকা অলরাউন্ডার জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেটে নিবিছে দেউটি। তারকারা সব সরে যাচ্ছেন। হৃদয় বলছেন, ''আমরা কীভাবে পারফর্ম করব, সেই দিকে আমাদের ফোকাস থাকে।''

একসময়ে ভারতের মতো তারকা সমৃদ্ধ দলের বিরুদ্ধে খেলে নাম করেছেন শাকিব। তৌহিদ হৃদয়ও যদি ভাল খেলেন, তাহলে তারকা হয়ে উঠবেন। হৃদয় বলছেন, ''পারফর্ম করাটা জরুরি। পারফর্ম করে রেজাল্ট ভাল হলে তখনই একজন সুপারস্টার হয়ে ওঠে। আমি নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করব।''