আজকাল ওয়েবডেস্ক: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। ভারতীয় মেয়েরা বিশ্বকাপ জেতার পর উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে আগ্রহ বেড়েছে। একাধিক আনক্যাপড প্লেয়ার প্রচারের আলোয় চলে এসেছে। বৃহস্পতিবার দিল্লিতে বসছে মেয়েদের আইপিএলের নিলামের আসর। ১৪২ জন আনক্যাপড প্লেয়ার রয়েছে পুলে। এদের মধ্যে থেকে কারা তারকা হতে পারে? গত কয়েক বছরে শ্রেয়াঙ্কা পাতিল, আশা শোভানা, সাইকা ইসহাক, তিতাস সাধু, কাশভি গৌতমের মতো ক্রিকেটার উঠে এসেছে। এবারও একাধিক উঠতি তারকা রয়েছে।
এই তালিকায় রয়েছেন বৈষ্ণবী শর্মা, দিয়া যাদব, মমতা মাদিওয়ালা, তানিশা সিং এবং জি তৃষা। বাঁ হাতি স্পিনার বৈষ্ণবী বোলারদের মধ্যে নজির কেড়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হ্যাটট্রিক করেন। টুর্নামেন্টের সেরা উইকেট শিকারী হন। ঘরোয়া ক্রিকেটেও সমান পারদর্শী। মেয়েদের সিনিয়র টি-২০ ট্রফিতে ২১ উইকেট নেন। পাওয়ার হিটার দিয়া যাদবের দিকেও নজর থাকবে। শেফালি বর্মাকে নকল করেন তিনি। সিনিয়র উইমেন্স টি-২০ তে দারুণ খেলেন। আট ইনিংসে ২৯৮ রান করেন। গড় ৫৯.৫। আন্ত জোনাল টি-২০ তেও ধারাবাহিকতা অব্যাহত রাখেন। আরও একজনের দিকে নজর থাকবে। তিনি মমতা মাদিওয়ালা। লোয়ার অর্ডার ব্যাটার। যে পরের দিকে নেমে ম্যাচের রং বদলে দিতে পারে। ২০২৫ মেয়েদের বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে নজর কাড়েন। এছাড়াও রয়েছেন তনিশা সিং। দিল্লির অলরাউন্ডার। ১০২৫ দিল্লি প্রিমিয়ার লিগে মোস্ট ব্যালুয়েবল প্লেয়ার হন। তাঁর নেতৃত্বে দিল্লি ফাইনালে ওঠে। আরও একজনের দিকে নজর থাকবে। তিনি জি তৃষা। এর আগে মেয়েদের আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করলে অবিক্রিত ছিলেন। তবে এই বছর তাঁর পারফরম্যান্স ভাল। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সাত ইনিংসে ৩০৯ রানের পাশাপাশি ৯ উইকেট নেন।
