আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট মাঠে অদ্ভুত ঘটনা। ভাষায় সব প্রকাশ করা যাবে না। যুক্তিবুদ্ধির বাইরে।
তামিলনাড়ু প্রিমিয়ার লিগে এমনই এক ঘটনা ঘটেছে। খেলা ছিল চিপক সুপার গিলিজ ও নেল্লাই রয়্যাল কিংসের। সেই ম্যাচে ব্যাটারের ভাঙা ব্যাট ছিটকে এসে লাগল বোলারের গায়ে।
চিপক সুপার গিলিজ ৭ উইকেটে ২১২ রান করে। ওপেনার কে আশিক ৩৪ বলে ৫৪ রান করেন। বিজয় শঙ্কর (৪৭*), স্বপ্নিল সিং (৪৫) ও অপারিজত (৪১) উল্লেখযোগ্য রান করেন।
இங்கு பந்தும் பறக்கும்
— TNPL (@TNPremierLeague)
பேட்டும் பறக்கும் @TNCACricket #TNPL #NammaOoruNammaGethu #TNPL2025 pic.twitter.com/RcrUDwmdycTweet by @TNPremierLeague
ব্যাট করার সময়ে বাঁ হাতি কে আশিকের ব্যাট ভেঙে যায় এমানুয়েল চেরিয়ানের বলে। সেই ভাঙা ব্যাট ছিটকে এসে আহত করে বোলারকে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
