আজকাল ওয়েবডেস্ক: পিছিয়ে থেকেও সেমিফাইনালে আইএসএল দেখেছে রূপকথার প্রত্যাবর্তন। চলতি আইপিএলে সেমিফাইনালের দ্বিতীয় সাক্ষাতে কি দেখা যাবে আরও একটা দুরন্ত কামব্যাক? সেমিফাইনালের প্রথম সাক্ষাতে জামশেদপুর ২-১ গোলে হারায় মোহনবাগানকে। অন্য সেমিফাইনালে বেঙ্গালুরু ২-০ গোলে হারায় এফসি গোয়াকে। প্রথম লেগে হারা মানার পরেও কিন্তু ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে একাধিক দল। মোহনবাগান এবং এফসি গোয়া কি পারবে? এর উত্তর দেবে সময়। তবে এক নজরে দেখে নেওয়া যাক অতীতে প্রথম সাক্ষাতে পিছিয়ে পড়েও কারা ফাইনালে পৌঁছেছিল? 

আইএসএল ২০১৫: দিল্লি ডায়নামোজ বনাম এফসি গোয়া: সেমিফাইনালের ফিরতি লেগে দিল্লি ডায়নামোজকে মাটি ধরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল এফসি গোয়া। রবিন সিং প্রথম লেগে একটি গোল করে দিল্লি ডায়নামোজকে এগিয়ে দিলেও ফিরতি লেগে ৩-০ ব্যবধানে জেতে এফসি গোয়া।মোট ৩-১-এ জিতে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে গোয়া। 

আইএসএল ২০১৮-১৯: নর্থইস্ট ইউনাইটেড বনাম বেঙ্গালুরু: গুয়াহাটিতে প্রথম সাক্ষাতে নর্থ ইস্টের ২-১ গোলে হার মানে বেঙ্গালুরু। দ্বিতীয় সাক্ষাতে ৩-০ গোলে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছয় বেঙ্গালুরু।

আইএসএল ২০১৯-২০: বেঙ্গালুরু এফসি বনাম এটিকে: আন্তোনিও হাবাসের এটিকে প্রথম লেগে বেঙ্গালুরুর কাছে ১-০ গোলে হার মানে। দ্বিতীয় লেগের শুরুতেই আশিক কুরুনিয়ান গোল করে বেঙ্গালুরুর ব্যবধান বাড়ান। তার পরে চলে এটিকের দৌরাত্ম্য। এটিকে ৩-১ গোলে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছয়। 

আইএসএল ২০২৩-২৪: ওডিশা এফসি বনাম মোহনবাগান: সেমিফাইনালের প্রথম লেগে ওড়িশার কাছে ২-১-এ হার মানে মোহনবাগান। দ্বিতীয় সাক্ষাতে মোহনবাগান ২-০ গোলে হারায় ওড়িশাকে। ফাইনালে পৌঁছয় মোহনবাগান।