আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পরে তাঁদের নিয়ে কম সমালোচনা হয়নি। অনেকে মনেই করেননি যে ফাইনালের ছাড়পত্র জোগাড় করতে পারে দক্ষিণ আফ্রিকা।
সেই প্রোটিয়ারাই লর্ডসে রাজার আসনে বসল। চিরকালের চোকার্স অপবাদ ঘুচল অবশেষে। লর্ডস মানেই ক্রিকেট তীর্থ। সেই ক্রিকেটতীর্থেই জিতল দক্ষিণ আফ্রিকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলে ফাইনালের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলতে হয়নি। দেশের মাঠে যে তিনটি সিরিজ খেলেছে, সেই তিনটিতেই প্রতিপক্ষ ছিল ভারত,পাকিস্তান ও শ্রীলঙ্কা। দেশের বাইরে খেলতে হয়েছিল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছিল ১৯টি টেস্ট ম্যাচ খেলে। দক্ষিণ আফ্রিকা সেখানে ফাইনালের আগে খেলেছে ১২টি। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ধরন নিয়ে সমালোচনাও হয়েছে।
ফাইনাল জিতে বাভুমা বলছেন, এবার হয়তো ধারণা বদলে যাবে সমালোচকদের। বাভুমা বলছেন, ''আমি বিশ্বাস করি, আমরা একটা দল হিসেবে নিজেদের ফাইনালে তুলেছি। আমরা যে পথ বেছে নিয়েছিলাম, তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় ছিল। বলা হচ্ছিল আমরা দুর্বল দলগুলোর সঙ্গে খেলেছি। আমরা খুশি যে,এই ধরনের পারফরম্যান্স দেখাতে পেরেছি এবং আশা করি, এবার ধারণা বদলে যাবে।''
বাভুমার সংযোজন,''আমি নিশ্চিত দেশের মানুষ আমাদের সঙ্গে এই সাফল্য উদযাপন করবে। আমরাও উদযাপন করব।'' লর্ডসের মাঠে খেলার সময়ে যে সমর্থন পেয়েছেন বাভুমারা, সেই প্রসঙ্গে আলাদা করে বলেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। বাভুমাকে বলতে শোনা গিয়েছে, ''বিশেষ দিন ছিল। গ্যালারিতে আমরা যে সমর্থন পেয়েছি, এক সময়ে মনে হচ্ছিল, আমরা বোধহয় দক্ষিণ আফ্রিকায় খেলছি।''
