আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার। ফের কবে টেস্ট ক্রিকেটে ফিরবেন শুভমান গিলরা? জানা যাচ্ছে আট মাস পর।
আপাতত লাল বলের ক্রিকেট থেকে বিরতি টিম ইন্ডিয়ার। সামনে এখন শুধুই সাদা বলের ক্রিকেট। প্রথমে দক্ষিণ আফ্রিকা ও তার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। আবার কবে টেস্ট খেলতে নামবেন ঋষভ পন্থেরা?
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্ট খেলেছেন গিলরা। সেই সিরিজ হয়েছিল ২–২। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২–০ জয়। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে ০–২ হার।
২০২৫ সালে এটিই ছিল ভারতের শেষ টেস্ট সিরিজ। গত পাঁচ মাসে ভারত নয়টি টেস্ট খেলেছে। এর পর আবার ২০২৬ সালের আগস্ট মাসে ভারতের টেস্ট সিরিজ রয়েছে। শ্রীলঙ্কার মাটিতে হবে সেই খেলা। সেই সিরিজের সূচি এখনও ঘোষিত হয়নি। তবে আগস্টেই হবে খেলা। অর্থাৎ, আগামী আট মাস টেস্ট খেলবে না ভারত।
এই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি–টোয়েন্টি খেলবে ভারত। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি–টোয়েন্টি খেলবে তারা। সব ঘরের মাঠে। ফেব্রুয়ারি মাসে রয়েছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। সেটিও হবে ভারতের মাটিতেই। টি–টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএল রয়েছে। এই সব প্রতিযোগিতা শেষ হওয়ার পর আবার লাল বলের ক্রিকেটে ফিরবে ভারত।
এদিকে, টেস্ট সিরিজ হেরে বিসিসিআইয়ের দিকে আঙুল তুলেছেন হেড কোচ গৌতম গম্ভীর। তাঁর মতে, টেস্ট ক্রিকেটকে সঠিকভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না। টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য সময় চেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই ভারত চলে যায় অস্ট্রেলিয়ায়। সেখান থেকে সীমিত ওভারের সিরিজ খেলে ফেরার চার দিনের মধ্যে নামতে হয়েছে কলকাতা টেস্টে। ফলে প্রস্তুতির সময়ই পাওয়া যায়নি। গম্ভীর বলেছেন, ‘সূচি তো একটা সমস্যা বটেই। কলকাতায় টেস্ট খেলার তিন দিন আগে আমরা অস্ট্রেলিয়ায় ছিলাম। টেস্ট দলের সঙ্গে দু’দিন কাটানোর সময় পেয়েছি। তবে এটা কোনও অজুহাত নয়। মাঝেসাঝে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত। দুটো সিরিজের মাঝে সময় থাকা উচিত, যাতে প্রস্তুতির সময় পাওয়া যায়।’
