আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভারত-নিউজিল্যান্ড সিরিজের নির্ণায়ক ম্যাচ। তার আগে রবীন্দ্র জাদেজার ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু সতীর্থকে পাশে পেলেন তারকা অলরাউন্ডার। জাড্ডুর ফর্ম ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী মহম্মদ সিরাজ। দাবি, মাত্র এক উইকেট পেলেই আবার পুরোনো ছন্দে ফিরবেন। আশা করছেন, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেই তেমন হতে চলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে উইকেট পাননি জাদেজা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে মাত্র এক উইকেট পান। প্রাক ম্যাচ সংবাদিক সম্মেলনে এসে সতীর্থের হয়েই সওয়াল করেন সিরাজ।
সিরাজ বলেন, 'আমার মনে হয় না জাদেজার ফর্ম নিয়ে কোনও চিন্তা আছে। একটা উইকেট পেলেই সব ঠিক হয়ে যাবে। একবার সেটা হলেই অন্য জাদেজাকে দেখা যাবে।' খারাপ ফর্মের মধ্যে দিয়ে গেলেও, ভারতীয় অলরাউন্ডারের রেকর্ড নজরকাড়া। ২০৯ ম্যাচে ২৯০০ রান। ২৩২ উইকেট। দ্বিতীয় একদিনের ম্যাচে ডাহা ব্যর্থ হয় বোলিং ইউনিট। যার ফলে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড। তাসত্ত্বেও আত্মবিশ্বাসী তারকা পেসার। সিরাজ বলেন, 'আমরা দুটো ম্যাচেই ভাল খেলেছি। প্রথম একদিনের ম্যাচে আমাদের বোলিং এবং ব্যাটিং ভাল হয়েছিল। দ্বিতীয় ম্যাচে উইকেট হারানো সত্ত্বেও কেএল রাহুল ভাল ব্যাট করে। নীতিশ রেড্ডিও অবদান রাখে।'
ড্যারেল মিচেল ম্যাচ জেতানো ইনিংস খেললেও, সিরাজ মনে করেন, তাঁদের জেতার সুযোগ ছিল। তিনি বলেন, 'আমাদের সামনে সুযোগ ছিল। আমরা ক্যাচ মিস করেছি। সেটা না হলে, রেজাল্ট অন্যরকম হতে পারত। বিশ্বমানের ব্যাটাররা বেশি সুযোগ দেয় না। ওরা সুযোগ পেয়ে গেলে, বাকিদের খেসারত দিতে হয়। আমরা ওকে আউট করার আপ্রাণ চেষ্টা করেছি। বিশেষ করে মিডল ওভারে। কিন্তু সেই একটা সুযোগ আমরা নিতে পারিনি। তাহলেই পরিস্থিতি বদলে যেত।' রবিবার সিরিজের নির্ণায়ক ম্যাচের আগে তারকা পেসারের দাবি, দলের পরিবেশ যথেষ্ট ভাল আছে। সিরাজ বলেন, 'দলের পরিবেশ খুব ভাল। সিনিয়ররা সাহায্য করছে। জয় এবং হার খেলার অঙ্গ, তবে ড্রেসিংরুমের পরিবেশ খুবই স্বাস্থ্যকর। বিশেষ করে যখন আমরা আরও বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছি।'
অর্শদীপ সিংয়ের সুযোগ না পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে। বাঁ হাতি পেসারের ওপর আস্থা প্রকাশ করলেন সিরাজ। তবে জানান, এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সিরাজ বলেন, 'অর্শদীপ খুব ভাল বল করেছে। নতুন বলে উইকেট নিয়েছে। অধিনায়ক এবং কোচ একজন প্লেয়ারের ভূমিকা ঠিক করে। একজন বলার যদি অন্য প্রান্তে উইকেট নেয়, তাহলে আমার চেষ্টা থাকবে সেই চাপ বজায় রাখা এবং রান না দেওয়া। আমার ওর ওপর পূর্ণ আস্থা রয়েছে। হর্ষিত রানাও ভাল বল করেছে। উইকেট নিয়েছে। বিশ্বকাপের আগে সুযোগ পাচ্ছে, এটা ওর জন্য ভাল।' টি-২০ বিশ্বকাপে নেই সিরাজ। সেই আক্ষেপ রয়েছে। জানান, সবসময় বড় টুর্নামেন্ট খেলতে চান। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সেটা সম্ভব হয় না। হোলকার স্টেডিয়ামে বড় রান ওঠে। বোলারদের কসরত করতে জয়। সাফল্য পেতে স্ট্যাম্প বরাবর বল রাখতে চান সিরাজ।
