আজকাল ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচের বল গড়াবে ঐতিহাসিক গাব্বায়। কিন্তু গাব্বার ভবিষ্যৎ কী? ক্রিকেট অস্ট্রেলিয়া ২০৩২ সালের অলিম্পিকের ক্রিকেট ফাইনাল আয়োজন করতে চাইছে এই আইকনিক স্টেডিয়ামে। আর তার ফলেই গাব্বায় টেস্ট ম্যাচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সূত্রের খবর, লাল বলের টেস্ট ম্যাচ আগামিদিনে নিউ ভিক্টোরিয়া পার্ক স্টেডিয়ামে হবে। গাব্বার পরিবর্তে এই স্টেডিয়ামেই হতে পারে টেস্ট ম্যাচ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্ণধার নিক হকলি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁদের পরিকল্পনা হল গাব্বায় অলিম্পিকের ফাইনাল আয়োজন করা। হকলি আরও জানান, ''গাব্বা স্টেডিয়াম কুইন্সল্যান্ডের ক্রিকেট ইতিহাস বদলে দেওয়ার ক্ষেত্রে অবদান রেখেছে। তার জীবনীশক্তি শেষ হতে চলেছে।''
২০৩২ সালের অলিম্পিক আয়োজন করবে ব্রিসবেনে। নতুন একটা স্টেডিয়ামের দরকার হয়ে পড়েছে। ১৯৩১ থেকে গাব্বায় ক্রিকেট হচ্ছে। স্টেডিয়ামের বয়স বাড়ছে। স্টেডিয়াম সংস্কারের এটাই সেরা সময়। পরের মরশুমে অ্যাশেজের পর আর টেস্ট সিরিজ হবে না গাব্বায়।
নিক হকলি বলেন, '' এটা স্পষ্ট যে গাব্বা তার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। ব্রিসবেনে ২০৩২ সালের অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে একটি বিশ্বমানের স্টেডিয়াম গড়ে তোলা খুব প্রয়োজন। সারা জীবনে একবারই এমন একটা স্টেডিয়াম গড়ে তোলার সুযোগ হয়।''
আগামী মরশুমের অ্যাশেজের পরে গাব্বায় আর ক্রিকেট হবে না। ভারতও সম্ভবত শেষ বার গাব্বায় খেলতে নামছে ১৪ তারিখ।
