আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপের সুপার ফোরে চলে গেল টিম ইন্ডিয়া। এখনও গ্রুপের একটি ম্যাচ বাকি রয়েছে। বৃহস্পতিবার ওমানের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচের আগেই সুপার ফোরে চলে গেলেন সূর্যকুমার যাদবরা। 


এদিকে, গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কাও। তবে সুপার ফোর পর্যায়ে বাকি কোন দুই দল যাবে, সেই নিয়ে এখনও টানটান উত্তেজনা রয়েছে। দু’টি জায়গার জন্য লড়াই চলছে চারটি দলের মধ্যে। সেগুলি হল পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, বাংলাদেশ এবং আফগানিস্তান। 


সোমবার হংকংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। অর্ধশতরান করে শ্রীলঙ্কাকে জেতান পাথুম নিশঙ্কা। সোমবার আগে ব্যাট করে ৪ উইকেটে ১৪৯ তুলেছিল হংকং। ৬ উইকেটে সেই রান তুলে শ্রীলঙ্কা ম্যাচ জিতে যায়। তবে অপ্রত্যাশিতভাবে এই ম্যাচে দুরন্ত পারফর্ম করে হংকং। ঘূর্ণি পিচে শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে যথেষ্ট আগ্রাসী ব্যাটিং করেছে তারা। পরে বল করতে নেমে পরপর চারটি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেয় হংকং। তবে শেষ পর্যন্ত হারের হ্যাটট্রিক করে এবারের মতো হংকংয়ের এশিয়া কাপ অভিযান শেষ। টানা দুই ম্যাচ জিতে সুপার ফোরে কার্যত নিশ্চিত শ্রীলঙ্কা।

 

আরও পড়ুন:‌ হ্যান্ডশেক বিতর্কে অবশেষে মুখ খুলল বিসিসিআই, কী বলল জানেন?‌


অন্যদিকে, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও অঙ্কের বিচারে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা ছিল ভারতের। যদি সোমবারে ম্যাচে ওমান জিতে যেত এবং শুক্রবার ওমানের কাছে বড় ব্যবধানে হারলে সূর্যকুমার যাদবদের পক্ষে সুপার ফোরের রাস্তা কঠিন হয়ে যেত। কিন্তু সোমবার ওমান হারার ফলে সুপার ফোরে সরাসরি চলে গিয়েছে ভারত।


এদিকে, ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সুপার ফোরে যাওয়ার দাবিদার পাকিস্তান এবং আমিরশাহি। দুই দলের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। এই দুই দলের মধ্যে খেলায় যে জিতবে, তারাই সুপার ফোরে যাবে। কিন্তু পাকিস্তান যদি ম্যাচ বয়কট করে তাহলে হাসতে হাসতে সুপার ফোরে উঠে যাবে আমিরশাহি। অন্যদিকে ‘বি’ গ্রুপে মঙ্গলবার কার্যত নকআউট ম্যাচ বাংলাদেশের জন্য। আফগানিস্তানের বিরুদ্ধে জিততে না পারলে এবারের মতো তাদের এশিয়া কাপের অভিযান শেষ। তবে আফগানিস্তান মঙ্গলবার হারলেও তাদের সামনে সুযোগ থাকবে, বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেওয়ার।

এদিকে, সুপার ফোরে চলে গেলেও মঙ্গলবার থেকে ওমান ম্যাচের অনুশীলন শুরু করছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার সন্ধেয় দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করবেন সূর্যকুমার যাদবরা। ভারতীয় সময় সন্ধে ৭.১০ মিনিটে অ্যাকাডেমিতে পৌঁছবে দল। সন্ধে ৭.৩০ মিনিট থেকে শুরু হবে অনুশীলন। ভারতের সব ম্যাচই সন্ধেবেলা। তাই সেই সময়ই অনুশীলন করছেন সূর্যরা। দুবাইয়ে দিনের বেলা গরমের তীব্রতা খুব বেশি। তাই দিনে অনুশীলন বন্ধ রাখছে ভারত।

এদিকে, সূর্যকুমার যাদবরা নিজেদের অনুশীলনের দিকে নজর রাখলেও পাকিস্তান চিন্তায় রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছে, অ্যান্ডি পাইক্রফ্টকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে না সরালে বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে না তারা। তবে পাকিস্তানের এই দাবি খারিজ করে দিয়েছে আইসিসি।