আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার পরবর্তী মিশন এশিয়া কাপ। যা শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। আগামী বছর টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে টুর্নামেন্ট হবে টি২০ ফর্ম্যাটে। তাই বিরাট কিংবা রোহিতকে বাইশ গজে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই।
যা পরিস্থিতি টি২০ দলে খুব একটা বদলের সম্ভাবনা নেই। যদিও শুভমন গিল ও যশস্বী জয়েসওয়াল ইংল্যান্ড টেস্ট সিরিজে যা খেলেছেন, তাতে এই দু’জনকে ফের টি২০ দলে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এশিয়া কাপ শেষ হবে ২৮ সেপ্টেম্বর। ভারত ফাইনালে উঠলে ওইদিন খেলতে হবে। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে ২ অক্টোবর থেকে। হবে দুই টেস্টের সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত হওয়ায় সিরিজের গুরুত্ব অপরিসীম। তাই হয়ত গিল ও যশস্বীকে এশিয়া কাপের দলে নাও রাখা হতে পারে।
পরের প্রশ্ন জসপ্রীত বুমরাকে নিয়ে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা ভাবলে বুমরাকেও হয়ত এশিয়া কাপে নাও খেলানো হতে পারে।
আরও পড়ুন: ৭৫৪ রান করেও ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ নামলেন গিল, জেনে নিন কারণ
সেক্ষেত্রে টি২০ দলে খুব একটা বদলের সম্ভাবনা কম। এশিয়া কাপে ভারতের অভিযান শুরু হবে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। খেলা হবে দুবাই ও আবুধাবিতে। ১৪ সেপ্টেম্বর ভারত–পাক ম্যাচ। টুর্নামেন্টে সব মিলিয়ে তিন বার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। সেটা তখনই হবে, যদি দু–দলই ফাইনালে ওঠে। নয়তো গ্রুপ এবং সুপার ফোর পর্ব মিলিয়ে দু’বার সাক্ষাৎ হবে। এখনও অবধি যা খবর, সেপ্টেম্বরের শুরুতেই টিম ইন্ডিয়া চলে যাবে সংযুক্ত আরব আমিরশাহিতে।
কী হতে পারে ভারতের সেরা একাদশ? এখনও অবধি যা পরিস্থিতি তাতে পুরনো স্কোয়াডই ধরে রাখা হতে পারে। সামান্য কিছু পরিবর্তন হলেও হতে পারে। তবে সেই সম্ভাবনা ক্ষীণ। ওপেনিংয়ে দেখা যেতে পারে এই ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মাকে। সঙ্গী সঞ্জু স্যামসন। তিন নম্বরে তরুণ বাঁ হাতি ব্যাটার তিলক বর্মা। এরপর ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দেখা যেতে পারে পাঁচে। ছয়ে থাকবেন আর এক ফিনিশার রিঙ্কু সিং। সাতে স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
আরও পড়ুন: ‘নোটবুক’ সেলিব্রেশন করে আইপিএলে শাস্তি পেয়েছিলেন, একচুলও বদলাননি এই স্পিনার, এবার করলেন এই কাজ!...
তবে দুবাই ও আবুধাবির পিচ স্পিন সহায়ক হওয়ায় পরিস্থিতি অনুয়ায়ী তিন স্পিনার খেলানোর সম্ভাবনা প্রবল। অক্ষর প্যাটেলের সঙ্গে বরুণ চক্রবর্তী থাকবেন। তৃতীয় স্পিনার নিয়ে একটু ভাবনার জায়গা রয়েছে। কুলদীপকে সুযোগ দেওয়া হবে নাকি রবি বিষ্ণোই তা নিয়ে একটা জল্পনা রয়েছে। পেস বোলিংয়ে এখনও অবধি যা খবর অর্শদীপ সিং থাকবেন। পেসার অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পাণ্ডিয়া। নেওয়া হতে পারে হর্ষিত রানাকে। বুমরা বা রানার মধ্যে এক জন হয়ত থাকবেন স্কোয়াডে। সূত্রের খবর, আগস্টের শেষ সপ্তাহেই হয়ত এশিয়া কাপের দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
