আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ গুয়াহাটিতেই নিশ্চিত করে নিয়েছে টিম ইন্ডিয়া। বাকি দুই ম্যাচ। যার একটি বুধবার বিশাখাপত্তনমে। এই ম্যাচ ও শনিবারের ম্যাচে টি–২০ বিশ্বকাপের আগে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে পারবেন গৌতম গম্ভীররা। সিরিজের চতুর্থ ম্যাচে সূর্যকুমার যাদবদের প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা রয়েছে। এটা ঘটনা, বিশ্বকাপের আগে কোচ গৌতম গম্ভীরের চিন্তা বাড়িয়েছে সঞ্জু স্যামসনের ব্যাটিং।
সিরিজের প্রথম তিন ম্যাচে সঞ্জু করেছেন যথাক্রমে ১০, ৬ ও শূন্য। তিনি ভারতের টি–২০ দলের নিয়মিত ওপেনার। উইকেটরক্ষকও। আর তাই স্বভাবতই সঞ্জুর টানা ব্যর্থতা চাপ বাড়াচ্ছে। ওপেনিং জুটিতে প্রত্যাশিত রান উঠছে না। যদিও সঞ্জুর ফর্ম নিয়ে চিন্তিত নন বোলিং কোচ মর্নি মর্কেল। তিনি বলেছেন, ‘একটা ভাল ইনিংসই সঞ্জুকে চেনা ফর্মে ফিরিয়ে দেবে। আমরা সকলে জানি ফর্ম সাময়িক। আমরা এখন বিশ্বকাপের প্রস্ততি পর্বে রয়েছি। আসল সময়ে সেরা ফর্মে থাকাটাই গুরুত্বপূর্ণ। সঞ্জু অনুশীলনে যথেষ্ট পরিশ্রম করছে। নেটে বল মারছেও ভাল। আমার তো মনে হয় যে কোনও ম্যাচেই বড় রান করবে।’
নিউজিল্যান্ড শিবির আবার চিন্তিত অভিষেক শর্মাকে নিয়ে। ভারতের বাঁহাতি ওপেনারকে কীভাবে থামাবেন তা নিয়ে কুলকিনারা পাচ্ছে না কিউয়ি শিবির। বুধবারও এই উদ্বেগ নিয়েই খেলতে হবে কিউয়িদের।
এদিকে, যা খবর চতুর্থ ম্যাচেও ওপেনিং করবেন অভিষেক ও সঞ্জু। তিন নম্বরে নামবেন ঈশান কিষান। চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে থাকতে পারেন শ্রেয়স আইয়ার। ভারত সিরিজ জিতে যাওয়ায় এই ম্যাচে সম্ভবত বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক পাণ্ডিয়াকে। ছয় নম্বরে নামবেন শিবম দুবে। সাত নম্বরে রিঙ্কু সিং থাকছেন।
ব্যাটিং অর্ডারের আট থেকে এগারো নম্বর পর্যন্ত থাকবেন চার বিশেষজ্ঞ বোলার। দলে ফিরতে পারেন বরুণ চক্রবর্তী। তিনি খেলতে পারেন কুলদীপ যাদবের জায়গায়। আগের ম্যাচে ভাল পারফর্ম করা রবি বিষ্ণোই সম্ভবত বুধবারের প্রথম একাদশেও থাকবেন। দুই জোরে বোলার হতে পারেন অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা। এই ম্যাচে সম্ভবত বিশ্রাম দেওয়া হতে পারে হর্ষিত রানাকে।
