আজকাল ওয়েবডেস্ক:‌ রাঁচিতে জিতে সিরিজে ১–০ এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। রায়পুরে বুধবার জিতলেই একদিনের সিরিজ ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর এই একদিনের সিরিজটা ভারত মরিয়াভাবে জিততে চাইছে।


ভারতীয় দলে দ্বিতীয় ম্যাচের প্রথম একাদশে বদলের সম্ভাবনা রয়েছে। রাঁচিতে প্রথম একদিনের ম্যাচ জিতলেও দলের সকলের পারফরম্যান্স খুশি করেনি কোচ গৌতম গম্ভীরকে। ফলে বুধবারের ম্যাচে ভারতীয় দলে জোড়া বদল হতে পারে। জায়গা হারাতে পারেন এক ব্যাটার ও এক অলরাউন্ডার। বদলে দুই ব্যাটার দলে ঢুকতে পারেন। ব্যাটিং আরও মজবুত করার চেষ্টা করছেন গম্ভীর।


গত রবিবারের ম্যাচেই দেখা গিয়েছে, ৩৪৯ রান করেও নিশ্চিন্ত হতে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকা শুরুতে ৩ উইকেট না হারালে ম্যাচ হয়তো জিতেও যেত। রায়পুরেও শিশির পড়বে। হয়তো রাঁচির থেকেও বেশি পড়বে। তাই প্রথমে ব্যাট করলে রান বেশি করে রাখতে হবে। সেই লক্ষ্যেই হয়তো ব্যাটারের সংখ্যা বাড়াতে চাইছেন গম্ভীর।


তবে শুরুতে যশস্বী ও রোহিতই যাবেন। তিনে বিরাট। চারে রুতুরাজ গায়কোয়াড়। পাঁচে আসতে পারেন লোকেশ রাহুল। ছয়ে খেলতে পারেন নীতীশ কুমার রেড্ডি। আর সাতে রবীন্দ্র জাদেজা। বোলিং ব্রিগেডে হর্ষিত রানা, কুলদীপ ও অর্শদীপের থাকার কথা। দলে বদল হলে ওয়াশিংটন সুন্দরের জায়গায় আসতে পারেন নীতীশ কুমার রেড্ডি। আবার ব্যাটিং শক্তি বাড়াতে খেলানো হতে পারে ঋষভকেও। 


পরের দিকে বল করতে হলে সিমিং অলরাউন্ডার কাজে লাগতে পারে। সেই ভাবনা থেকেই নীতীশকে খেলানো হতে পারে। এদিকে, দক্ষিণ আফ্রিকা দলে দু’টি বদল হতে পারে। রায়ান রিকেলটনের জায়গায় টেম্বা বাভুমা এবং প্রেনেলান সুব্রায়েনের জায়গায় ফিরতে পারেন কেশব মহারাজ।