আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্ট হারের পরের দিনই প্রিন্স চার্লসের সঙ্গে দেখা করলেন শুভমন গিলরা।‌ মঙ্গলবার লন্ডনের ক্ল্যারেন্স হাউসে আমন্ত্রিত ছিল ভারতের ছেলেদের এবং মেয়েদের দল। শুধুমাত্র গিলরা নয়, ছিলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারাও। ছেলেদের এবং মেয়েদের পুরো ক্রিকেট দল উপস্থিত ছিল। কয়েকজন ভারতীয় তারকার সঙ্গে আলাদা করে কথা বলেন কিং চার্লস। এই তালিকায় ছিলেন শুভমন গিল, যশপ্রীত বুমরা এবং ঋষভ পন্থ। তিনি জানান, লর্ডস টেস্টের হাইলাইটস তিনি দেখেছেন। যা ভারত ২২ রানে হারে। মহম্মদ সিরাজের উইকেট হারানো মাত্র টেস্ট পকেটে পুরে নেয় ইংল্যান্ড। শোয়েব বশিরের বল হিট করা সত্ত্বেও গড়াতে গড়াতে গিয়ে স্ট্যাম্পে লাগে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিং চার্লসের সঙ্গে ফটোসেশন হয়। মাঝে দাঁড়ান কিং। দুই দিকে ছেলেদের এবং মেয়েদের ভারতীয় ক্রিকেট দল। 

প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাতে অভিভূত গিল সহ ভারতীয় দলের ক্রিকেটাররা। শুভমন বলেন, 'কিং চার্লসের সঙ্গে দেখা করে খুবই ভাল লাগছে। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। ওনার সঙ্গে আমাদের কথোপকথন হয়েছে। কিং চার্লস আমাদের জানিয়েছে, লর্ডস টেস্টে যেভাবে আমাদের শেষ ব্যাটার আউট হয়েছে, খুবই দুর্ভাগ্যজনক। বল গড়িয়ে গিয়ে উইকেটে লেগেছে। আমরা ওনাকে জানাই, ম্যাচটা আমাদের জন্য দুর্ভাগ্যের। লর্ডসে যেকোনো রেজাল্ট হতে পারত। আশা করছি, বাকি দুই টেস্টে ভাগ্য আমাদের সঙ্গ দেবে।' পঞ্চম দিনে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৫৮। কিন্তু প্রথম সেশনেই চার উইকেট তুলে নেয় ইংল্যান্ডের পেসাররা। মধ্যাহ্নভোজের আগে ৮ উইকেট হারায় ভারত। রবীন্দ্র জাদেজা ৬১ রানে অপরাজিত থাকেন। কিন্তু দলকে জেতাতে পারেনি। মহম্মদ সিরাজ আউট হওয়ায় টেস্ট পকেটে পুরে নেয় ইংল্যান্ড। 

প্রথম ইনিংসে ঋষভ পন্থের রান আউট কিছুটা পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন গিল। জানান, প্রথম ইনিংসে এগিয়ে থাকা উচিত ছিল তাঁদের। গিল বলেন, 'প্রথম ইনিংসে এগিয়ে থাকলে আমাদের সুবিধা হত। পন্থের রান আউট কিছুটা পার্থক্য গড়ে দিয়েছে। সবকিছু খুব দ্রুত বদলে যায়। শেষ ঘণ্টায় আমরা আরও একটু ভাল করতে পারতাম। এদিন সকালে ওরা পরিকল্পনা নিয়ে নেমেছিল। আমরা কেমন খেলেছি সেটা সিরিজের স্কোরলাইন দেখে বিচার করা যাবে না।' ওল্ড ট্র্যাফোর্ডে কি যশপ্রীত বুমরা খেলবে? এজবাস্টন টেস্টের পর আবার উঠছে একই প্রশ্ন।