আজকাল ওয়েবডেস্ক: সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল সোমবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের আগে ভারত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দিল্লি বিমানবন্দরে সমর্থকরা "মেন ইন ব্লু"-কে আন্তরিক অভিবাদন জানান।

 

দলটি রাজধানীতে পৌঁছে একটি বাসে চড়ে তাদের হোটেলে চেক ইন করে। বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি হাই-স্কোরিং হওয়ার সম্ভাবনা রয়েছে। পরপর দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে চাইছে ভারত। প্রসঙ্গত, গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে পরাজিত করার পর, ভারতীয় দল ইতিমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

 

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সূর্যকুমার যাদবের দল ম্যাচ জিতে নিল ১১.৫ ওভারেই। বিন্দুমাত্র লড়াই করতে পারেনি টাইগাররা। ১৯.৫ ওভারে বাংলাদেশ করেছিল ১২৭ রান। ভারত সেই রান তুলে নেয় তিন উইকেট হারিয়েই। দল হিসেবে ভারতকে উজ্জ্বল দেখাল। তবে ব্যাট হাতে যাবতীয় নজর কেড়ে নেন হার্দিক পাণ্ডেয়া। পাশাপাশি, বল হাতে নিজের অভিষেকে নজর কাড়েন মায়াঙ্ক যাদবও।