আজকাল ওয়েবডেস্ক: নয় পেরিয়ে দশে পা রাখল টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন। এবার ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেভেল ম্যারাথন। শীতের সকালে কলকাতার আইকনিক রেড রোডে কয়েকজন দ্রুততম ভারতীয় এবং আন্তর্জাতিক অ্যাথলিটদের চাক্ষুষ করার সুযোগ মিলবে। ১২ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। গত এক দশকে ট্র্যাডিশনাল রোড রেসের গণ্ডি পেরিয়ে এগিয়ে গিয়েছে এই ম্যারাথন। শহরবাসীদের মনে জায়গা করে নিয়েছে। স্থাপন করেছে নতুন দৃষ্টান্ত। নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে।
বর্তমানে শরীর চর্চায় সবচেয়ে গুরুত্ব পায় দৌড়। রানিং ক্লাব এবং রানিং ইভেন্ট ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। আগের তুলনায় মেয়েদের লম্বা ম্যারাথনে যোগ দেওয়ার প্রবণতা ২৩ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে দশম টাটা স্টিল ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বাইচুং ভুটিয়া। ২১ ডিসেম্বর শীতের ভোরে প্রাক্তন তারকা ফুটবলারকে পাশে পাবে ম্যারাথনে অংশগ্রহণকারীরা। এছাড়াও থাকবেন টলিউডের তারকা শ্রাবন্তী চ্যাটার্জি। ২৫কে দিয়ে শুরু না করতে পারলেও অন্তত আনন্দ রান দিয়ে সবাইকে ম্যারাথনে যোগ দেওয়ার আবেদন জানান তারকা ফুটবলার। বাইচুং বলেন, 'কলকাতায় সঙ্গে আমার সম্পর্ক বরাবর বিশেষ। এই শহর থেকে আমার পেশাদার ফুটবল জীবন শুরু হয়। প্রচুর স্মৃতি আছে এই শহরে। আমি শহরবাসীকে ম্যারাথনে যোগ দেওয়ার আহ্বান জানাই। দৌড় ফুটবলের একটা গুরুত্বপূর্ণ অংশ। তবে আমি বেশি দৌড়তে পারিনা, তাই স্ট্রাইকার হয়েছি। মিডফিল্ডাররা ম্যারাথন রানার। প্রথমেই ২৫ কে দিয়ে শুরু করা কঠিন। সাড়ে চার কে বা আনন্দ রান দিয়ে শুরু করা উচিত।'
ল্যান্ডমার্ক বছরে ম্যারাথনের সঙ্গে জড়িত থাকতে পেরে উচ্ছ্বসিত টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শহরবাসীকে ম্যারাথনে যোগ দেওয়ার আহ্বান জানান। শ্রাবন্তী বলেন, 'টাটা স্টিল ম্যারাথনের সঙ্গে যুক্ত থাকতে পারা বিশেষ অনুভূতি। ল্যান্ডমার্ক বছরে ইভেন্টের অঙ্গ হতে পেরে গর্বিত। এই ম্যারাথন গত কয়েক বছরে আরও বড় আকার নিয়েছে। এই যাত্রায় সবাইকে সামিল হওয়ার অনুরোধ জানাই। আনন্দ রান দিয়ে সবাই নিজেদের ফিটনেস যাত্রা শুরু করুন।' বৃহস্পতিবার সন্ধেয় অভিনব পদ্ধতিতে টাটা স্টিল ম্যারাথনের দশম বছরের জাঁকজমক উদ্বোধন হয়। ২৫ কে, ১০ কে, আনন্দ রান এবং সিনিয়র সিটিজেন রানের রেজিস্ট্রেশন ১২ সেপ্টেম্বর থেকে খুলে গিয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। বা যতক্ষণ না স্পট ভর্তি হচ্ছে রেজিস্ট্রেশন চলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোলা ব্যানার্জি, সরস্বতী সাহা সহ টাটা স্টিল এবং অন্যান্য স্পনসরের প্রতিনিধিরা।
