আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। বিভক্ত ক্রিকেট মহল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণের আগে পাল্লাভারী টিম ইন্ডিয়ার।‌ অধিকাংশ প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞ ভারতকেই ফেভারিট ধরছেন। সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। তিনি সৈয়দ কিরমানি। প্রাক্তন উইকেটকিপার জানিয়ে দেন, পাকিস্তানের থেকে ঢেরগুণ এগিয়ে ভারত। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে বাবরদের। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই কোনওভাবেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে চাইবে না পাকিস্তান। অন্যদিকে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির বদলা নিতে উদগ্রীব ভারত। কিরমানি মনে করেন, যে খেলাই হোক না কেন, ভারত-পাকিস্তান লড়াই সবসময় আকর্ষক। গোটা বিশ্বের নজর থাকে এই ম্যাচে। কিরমানি বলেন, 'কমনওয়েলথ দেশ থেকে শুরু করে ইউরোপ, সবার নজর থাকে ভারত-পাকিস্তানের দ্বৈরথের দিকে। সবাই টিভির পর্দায় চোখ রাখে। অবশ্যই প্রত্যেক ভারতীয় ভারতের জয় চাইবে। পাকিস্তানিরা পাকিস্তানের জয় চাইবে। তবে অবশ্যই আমরা এগিয়ে।'

ভারতের প্রাক্তন উইকেটকিপার মনে করেন, ফেভারিট হওয়ায় চাপ ভারতের ওপর বেশি থাকবে। তবে ম্যাচটা উপভোগ করার পরামর্শ দেন ভারতের প্রাক্তনী। কিরমানি বলেন, 'ম্যাচের স্পিরিট বজায় রাখতে হবে। ক্রিকেটপ্রেমীরা খেলাটা উপভোগ করুন। সেরা দল জিতুক। এই মনোভাব নিয়ে দেখলে, তবেই খেলাটা উপভোগ করা যাবে। আবেগপ্রবণ হলে চলবে না। দলের হার নিয়ে দুঃখ পেলেও চলবে না। খেলায় হার-জিত আছেই।' রানে ফিরেছেন রোহিত শর্মা। বিরাট কোহলি এখনও ছন্দ ফিরে পাননি। তবে রোহিতের ফর্মে ফেরার ইতিবাচক দিক দেখছেন তিনি। এই প্রসঙ্গে কিরমানি বলেন, 'তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশ্রনে আমাদের লাইন আপ ভাল। তাই কোনও প্যানিকের প্রয়োজন নেই। কোনওরকম চাপ বা টেনশন করা চলবে না। স্পোর্টিং স্পিরিট বজায় রেখে খেলতে হবে। পাকিস্তান ভালই খেলছে। কয়েকজন ভাল উঠতি প্লেয়ার আছে। বাবর অধিনায়ক না থাকলেও ও অনুপ্রেরণা দিতে পারবে। কয়েকজন ভাল বোলার আছে। আত্মতুষ্টি যাতে প্রবেশ না করে সেদিকে নজর রাখতে হবে। আকর্ষণীয় ম্যাচ হবে।' আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই রক্তচাপ বাড়ানোর ম্যাচ।