আজকাল ওয়েবডেস্ক: টস করতে এসে বিভ্রান্তির জন্ম দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। টস জিতে সূর্যকুমার যাদব প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সিদ্ধান্তের কথা তিনি জানাননি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকেজানাননি সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক মহম্মদ ওয়াসিমকেও

টস হওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরের সঙ্গে কথা বলতে শুরু করে দেন সূর্য। এদিকে আমিরশাহি অধিনায়ক বুঝতে না পেরে মঞ্জরেকরের সঙ্গে সূর্যর কথোপকথন চলার সময়ে ওয়াসিম প্রায় থামিয়েই জিজ্ঞাসা করেন ভারত অধিনায়ক কী সিদ্ধান্ত নিলেন। তার আগে অবশ্য আমিরশাহি অধিনায়কের সঙ্গে মজাও করেন ভারত অধিনায়ক। টসের সময়ে কয়েন তোলার সময়ে তিনি ওয়াসিমকে রসিকতা করে বলেন, ''এদিকে দেখবে না।'' 

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে ভারতের সেরা উইকেট শিকারীকে বাইরে রেখেই প্রথম একাদশ, সূর্যর সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক ...

এশিয়া কাপের প্রথম একাদশে সঞ্জু স্যামসন জায়গা পাবেন কিনা, তা নিয়ে চলছিল আলোচনা। ভারতের প্রথম একাদশে রয়েছেন সঞ্জুএশিয়া কাপে প্রথম একাদশে সুযোগ পাবেন সঞ্জু স্যামসন?‌ শোনা যাচ্ছিল সঞ্জুর পরিবর্তে জীতেশ খেলবেন। কিন্তু সঞ্জুকে বসানোর সাহস দেখায়নি টিম ম্যানেজমেন্ট। উইকেটের পিছনে সঞ্জু বেশ ভাল।  আট জন ব্যাটার নিয়ে খেলতে নেমেছে ভারত। পাঁচ বোলার সূর্যকুমারের অস্ত্র। অর্শদীপ সিংকে বেঞ্চে বসিয়ে খেলতে নেমেছে ভারত।

সূর্যর প্রথম একাদশ নির্বাচন নিয়ে তৈরি হয় বিতর্কও। ভারতের প্রথম একাদশে রাখা হল না বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকে। আট ব্যাটার ও পাঁচ বোলার এই দলে। হার্দিক পাণ্ডিয়াজশপ্রীত বুমরাহ দুই পেসার। বাকি তিন স্পিনার। এখানেই আপত্তি বিশেষজ্ঞদের।

তাঁদের বক্তব্য, অর্শদীপ সিং বাঁ হাতি পেসার। তাঁকে খেলতে সমস্যা পড়তেন প্রতিপক্ষের ব্যাটাররাঅর্শদীপ সবসময়ে শুরুতেই উইকেট তুলে নিতে পারেন। আর টি-টোয়েন্টি ফরম্যাটে পঞ্জাবতনয় যথেষ্ট কার্যকরী ভূমিকা নেন। সেই তাঁকেই কেন বসানো হল? ইংল্যান্ডে তাঁকে নিয়ে যাওয়া হলেও বসিয়ে রাখা হয়এশিয়া কাপেও কি তাই হবে? সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে তর্ক-বিতর্ক। টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারীই নেই? এমন প্রশ্ন উঠল। ২০২২ সালের জুলাইয়ে অভিষেক হওয়ার পর অর্শদীপ ৬৩টি টি-টোয়েন্টি থেকে ৯৯টি উইকেট নেন। সেই অর্শদীপ কি এবারও কোনও ম্যাচ পাবেন না? 

ভারত আটবার এশিয়া কাপ জিতেছে। ২০২৩ সালে শেষবার ভারত এশিয়া কাপ জিতেছে। এবার সূর্যর দলই চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী। সবাই তাঁর দলকেই ফেভারিট বলে ধরে নিয়েছে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল। অলৌকিক কিছু না ঘটলে ফাইনালে দেখা যাবে সূর্যর ভারতকেই।

ভারতের প্রথম একাদশ- শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহকুলদীপ যাদব।

 

আরও পড়ুন: এশিয়া কাপে সূর্যদের অভিযান শুরু, ১৫ ম্যাচ পর টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের, প্রথম একাদশে সঞ্জু...