আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিরাট কোহলি ও রোহিত শর্মাকেও খেলতে হবে ঘরোয়া টুর্নামেন্টে। গতবারের ডব্লিউটিসি চক্রে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দশ দফা গাইডলাইন পাঠিয়েছিল কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের। তার মধ্যে একটি নির্দেশ ছিল আন্তর্জাতিক ম্যাচ না খেললে চুক্তিবদ্ধ সমস্ত ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হবে।
বিসিসিআই-এর তরফ থেকে ক্রিকেটারদের সতর্ক করা হয়েছিল, যে ক্রিকেটাররা ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন না, জাতীয় দলে তাদের জায়গা হবে না।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এহেন নির্দেশিকা প্রশংসিত হয়েছে কিছু ক্ষেত্রে। আবার সমালোচনাও হয়েছে। অনেকের মত, ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত সূচির মধ্যে থাকে। তাঁদের যদি আবার ঘরোয়া টুর্নামেন্ট খেলতে হয়, তাহলে ক্লান্তি গ্রাস করতে পারে তাঁদের।
কিন্তু ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব মনে করেন, প্রতিটি ক্রিকেটারের নিজেদের শিকড়ে ফেরা উচিত। তারকা ব্যাটার বলেন, ঘরোয়া সার্কিট অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ঘরোয়া ক্রিকেট খেলতে তাঁরা উপকৃত হবেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সূর্যকুমার যাদব বলেন, ''শিকড়ে ফিরে যাওয়া গুরুত্বপূর্ণ। ঘরোয়া সার্কিট অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভাল ভাবে প্রস্তুতিতে সাহায্য করে। ঘরোয়া ক্রিকেট খেলে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে নামলে টাচ থাকে সংশ্লিষ্ট ব্যাটারদের। এটাই সেরা প্রস্তুতি। বহু খেলোয়াড়ই ঘরোয়া ক্রিকেট খেলে। ফলে সব দিক থেকে এটা ভালই বলতে হবে।''
সূর্যকুমার যাদবও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামার আগে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলেছেন সূর্যকুমার যাদব।
টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ ছন্দে রয়েছে সূর্যর ভারত। প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে একই রকম পারফরম্যান্স ধরে রাখতে চান সূর্য। টেস্ট সিরিজে হারের পরে ওয়ানডে সিরিজ জিতেছে ভারতীয় দল। টি-টোয়েন্টিতে ভারত কী করে সেটাই দেখার।
