আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির থেকে কি সূর্যকুমার যাদব ভাল? পরিসংখ্যান সেরকমই বলছে। এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত দুরমুশ করে হারিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিকে।
১৩.১ ওভারে আমিরশাহি ৫৭ রানে শেষ হয়ে যায়। জবাব দিতে নেমে ভারত মাত্র ২৭ বলেই ম্যাচ জিতে নেয়। দুর্দান্ত ভাবে ম্যাচ জিতে এশিয়া কাপে অভিযান শুরু করেছেন সূর্য। পরিসংখ্যান বলছে, সূর্যর জয়ের শতকরা হার ৮২.৬। রোহিত শর্মার জয়ের শতকরা হার ৮০.৬। বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া ও এমএস ধোনি অনেকটাই পিছিয়ে। কোহলির জয়ের শতকরা হার ৬৬.৭ শতাংশ, পাণ্ডিয়ার ৬২.৫ শতাংশ এবং ধোনির ৬০.৬ শতাংশ।
সূর্য অনেকটাই এগিয়ে ধোনি ও কোহলির থেকে। রোহিত শর্মার জয়ের শতকরা হার সূর্যর থেকে সামান্যই কম। ঘাম না ঝরিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচেই ভারত দেখিয়ে দিল তারা চ্যাম্পিয়ন হতে এসেছে এশিয়া কাপে। বুধবার কোনও প্রতিযোগিতাই হয়নি ম্যাচে। একপেশ ম্যাচ জিতে ভারত কিন্তু পাকিস্তানকে কড়া বার্তা পাঠাল। এই ভারতের ব্যাটিং ও বোলিং খুবই শক্তিশালী। সূর্যর ভারতকে কি থামাতে পারবে পাকিস্তান?
এদিকে এশিয়া কাপের দলগুলোর শক্তি সম্পর্কে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ''দক্ষিণ আফ্রিকাকে এই টুর্নামেন্টে নেওয়া যেতে পারে। এশিয়া কাপকে আফ্রো-এশিয়া কাপের রূপ দেওয়া যেতে পারে। আমার মতে ভারত-এ দলকে নিয়ে এই টুর্নামেন্ট করা উচিত।''
তিনি আরও বলেন, ''আমি আশা করব, অন্য কোনও দল যেন এই টুর্নামেন্ট জেতে। তাহলে এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।''
ভারতকে হারানো কীভাবে সম্ভব? অশ্বিন উপায় বাতলাচ্ছেন, ''ভারতকে হারানোর একমাত্র উপায় হতে পারে, নিজেদের দিনে ভারতকে ১৫৫ রানে আটকে রাখা। টি-টোয়েন্টি ক্রিকেটে যখন যা খুশি হতে পারে। তবে মনে হচ্ছে ভারত এই টুর্নামেন্টকে একতরফা বানিয়ে ফেলবে।''
১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত–পাক মহারণ। এশিয়া কাপে। কিন্তু এশিয়া কাপ শুরুর দিনেই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তাপ বাড়তে শুরু করল দুবাইয়ে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা সাফ জানিয়ে দিলেন, ভারত–পাক ম্যাচে ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা থাকবেই। সেই উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটতে পারে মাঠের মধ্যেও। এরই মধ্যে পাক মন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে হাত মিলিয়ে বিতর্কে জড়িয়েছেন সূর্য।
টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী আট দলের অধিনায়ক সাংবাদিকদের মুখোমুখি হন।
সেখানে ভারত এবং পাকিস্তানের অধিনায়ককে পাশাপাশি বসানো হয়নি। সূর্য এবং সলমনের মাঝে বসেছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। যদিও প্রচারের আলো ছিল ভারত এবং পাক অধিনায়কদের উপরে। সূত্রের খবর, সৌজন্য মেনে হাত মেলানো বা জড়িয়ে ধরা–কিছুই করতে দেখা যায়নি সূর্য এবং সলমনকে। কিন্তু পাক মন্ত্রী নকভির সঙ্গে কেন হাত মেলালেন সূর্য, সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন: 'হার্দিক ভাইয়ের মতো', সাফল্যের কৃতিত্ব কাকে দিলেন দুবে?
