আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে দল। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো সিনিয়র প্লেয়ার না থাকায়, তরুণ ম্যাচ উইনাররাই ভরসা। মেগা ইভেন্টে কাদের ইনিংস ওপেন করা উচিত, এই নিয়ে মতামত জানালেন সুরেশ রায়না। ভারতের প্রাক্তন তারকার পছন্দের ওপেনিং জুটি অবাক করবে। যারা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলে ছাপ রেখেছে, তাঁদের ওপরই ভরসা রাখছেন রায়না। যার নাম নিলেন, তিনি এশিয়া কাপের প্রাথমিক দলেই নেই। 

সুরেশ রায়না বলেন, 'আমার মতে যশস্বী একজন। প্রিয়াংশ আর্যকেও দেখা যেতে পারে। অভিষেক শর্মা আছে। সঞ্জু স্যামসনও আছে। কেএল রাহুল আছে। ও যখনই সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। ঋতুরাজ গায়কোয়াড়ও প্রচুর রান করেছে। তবে আমি অভিষেক শর্মাকে চাইব। শুভমন গিলও অধিনায়ক হতে পারে।' তিনি মনে করেন, যশস্বী জয়েসওয়াল, প্রিয়াংশ আর্য এবং অভিষেক শর্মার মধ্যে দু'জন ওপেন করতে পারে। তিন নম্বরে নামতে পারেন গিল। টি-২০ ক্রিকেটেও সমান পারদর্শী যশস্বী। ২৩ টি ম্যাচে ৭২৩ রান করেন। কিন্তু এশিয়া কাপের প্রাথমিক দলে সুযোগ পাননি। রিজার্ভে রাখা হয়েছে তাঁকে। যা অবাক করার মতো সিদ্ধান্ত। রায়না প্রিয়াংশের নাম করায় অনেকেই অবাক হয়ে যাচ্ছে। অভিষেক আইপিএলে নজর কাড়েন পাঞ্জাবের ওপেনার। ১৭ ম্যাচে ৪৭৫ রান করেন। তারমধ্যে রয়েছে একটি অনবদ্য শতরান। তবে এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। রায়নার মতে, আসন্ন বিশ্বকাপে দলের মধ্যে এক্স ফ্যাক্টর আনতে পারেন প্রিয়াংশ। 

প্রসঙ্গত, এশিয়া কাপের দল ঘোষণা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেটমহলে। মূলত দুটো বিষয় নিয়ে চর্চা চলে। এক, শুভমন গিলকে সহ অধিনায়ক করা। দ্বিতীয়ত, শ্রেয়স আইয়ারের‌ বাদ পড়া। মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করে এশিয়া কাপের দল ঘোষণা করেন বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। গিলকে নিয়ে চর্চা চলছিলই। শেষমেষ সুযোগ দেওয়া হয় টেস্ট অধিনায়ককে। এশিয়া কাপের দলে রাখা হয় যশপ্রীত বুমরাকে।‌ শ্রেয়স আইয়ার ছাড়াও বাদ পড়েন ওয়াশিংটন সুন্দর এবং প্রসিদ্ধ কৃষ্ণ। মনে করা হচ্ছে, টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দল গড়া হয়েছে। তবে যারা বাদ পড়েছে, তাঁদের আশা রাখার আশ্বাস দেন অজিত আগরকর। দাবি করেন, এটাই বিশ্বকাপের চূড়ান্ত দল, এমন ভাবার কোনও কারণ নেই। টি-২০ বিশ্বকাপের আগে ২০টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আগরকর বলেন, 'সুন্দরের কথা আমাদের মাথায় আছে। এটা বিশ্বকাপের চূড়ান্ত দল নয়। এই মুহূর্তে দলে তিনজন স্পিনার আছে। চতুর্থ স্পিনারের প্রয়োজন হলেই ও দলে চলে আসবে। এই মুহূর্তে আমাদের মনে হয়েছে বাড়তি ব্যাটার হিসেবে রিঙ্কু সিংকে দরকার। জীতেশ‌ এবং সঞ্জু উইকেটকিপার। আমরা শুধু ১৫ জনকে বাছতে পারব। ১৬ জন নেওয়া গেলে হয়ত ও থাকত।' বিশ্বকাপের জন্য কোর দল একই থাকবে। তবে বাকিদের জন্য দরজা খোলা থাকবে। টি -২০ বিশ্বকাপের আগে বাকিরা সংক্ষিপ্ত ফরম্যাটে কেমন খেলে তার ওপর নির্ভর করবে।