আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্ট শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডকে (এফএসডিএল) একসঙ্গে বসে সমাধান খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালত জানিয়েছে, সম্ভব হলে এক সপ্তাহের মধ্যেই আলোচনার মাধ্যমে সমাধান টানা উচিত। বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চ আগামী ২৮ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। মূলত মাস্টার রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) ঘিরেই এআইএফএফ এবং এফএসডিএলের মধ্যে দীর্ঘদিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছে। এমআরএ ইন্ডিয়ান সুপার লিগের প্রশাসনিক কার্যকলাপের মূল কাঠামো। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বরে।

?ref_src=twsrc%5Etfw">August 22, 2025

কিন্তু নতুন এমআরএ নিয়ে সমঝোতা না হওয়ায় চলতি বছরের ১১ই জুলাই থেকে ২০২৫-২৬ মরশুমের আইএসএল স্থগিত রাখা হয়েছে। এর ফলে বিপাকে পড়েছে আইএসএলের ১৩টি ক্লাবের মধ্যে ১১টি। ইন্ডিয়ান সুপার লিগ না হলে তাদের উপর বিরাট ‘প্রভাব’ পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকি কয়েকটি ক্লাব ইতিমধ্যেই অস্থায়ীভাবে নিজেদের কার্যক্রম স্থগিত করেছে। উল্লেখযোগ্যভাবে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত এপ্রিল মাসে দেওয়া আগের নির্দেশের থেকে ভিন্ন। তখন আদালত ভারচীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছিল, নতুন সংবিধান নিয়ে আদালতের রায় না আসা পর্যন্ত এফএসডিএলের সঙ্গে আর কোনও আলোচনা চালানো যাবে না। কিন্তু এদিন আদালতের সর্বশেষ নির্দেশে অনুযায়ী দুই পক্ষকেই যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে সংকট কাটিয়ে ওঠার বার্তা দেওয়া হয়েছে।

এআইএফএফ ও এফএসডিএলের মধ্যে যে চুক্তি তা মাস্টার রাইটস এগ্রিমেন্ট নামে পরিচিত। এই চুক্তি বাবদ এফএসডিএলের কাছ থেকে প্রতি বছর ৫০ কোটি টাকা পায় এআইএফএফ। এই চুক্তি শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। নির্ধারিত সময় ১৪ সেপ্টেম্বরে আইএসএলের বল গড়ালে তা চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত। এদিকে ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে এই চুক্তি। তাহলে বাকি দিন কীভাবে চলবে আইএসএল? এফএসডিএল-এর তরফ থেকে ক্লাবগুলোকে দলগঠনের ব্যাপারে ধীরে চলো নীতি নিতে বলা হয়েছে। আর মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হলে ১৪ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে বল গড়াবে না ইন্ডিয়ান সুপার লিগের। 

নতুন কোনও আয়োজকও এই মুহূর্তে হাতে নেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। এই অবস্থায় ভারতীয় ফুটবল অন্ধকারে। সুপ্রিম কোর্টের রায়ের উপরে নির্ভর করে রয়েছে অনেককিছু। এর মধ্যেই এফএসডিএল মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে চাপ দিচ্ছে ভারতীয় ফুটবল ফেডারশেনকে। তার চাইছে এখনই চুক্তি সেরে ফেলতে। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে নতুন করে চুক্তি করা সম্ভবই নয়। ১৪ জুলাইয়ের পরে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সংশোধিত সংবিধান। এই বিষয়ে পুরোদস্তুর সিদ্ধান্ত না জানানো পর্যন্ত ফেডারেশনের সঙ্গে নতুন করে চুক্তি করা সম্ভব হবে না ফেডারেশনের পক্ষে। অর্থাৎ এই চুক্তি বিলম্বিতই হবে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নির্বাচন করতে হবে ফেডারেশনকে। নতুন কমিটি দায়িত্ব নিতে নিতে বছর ঘোরার উপক্রম হবে। ফলে সব দিক থেকেই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ এখন অন্ধকারে।