আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে খেলা সন্ধে সাড়ে সাতটা থেকে। তার আগে বিকেল সাড়ে চারটে থেকে অন্য ম্যাচে মুখোমুখি ডেম্পো ও চেন্নাইন এফ সি। 


এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে দুই ম্যাচ শেষে গ্রুপ শীর্ষে আছে ইস্টবেঙ্গল। কলকাতার দুই প্রধানের পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে এগিয়ে লাল–হলুদ। তাদের গোল পার্থক্য +‌৪। দুইয়ে থাকা মোহনবাগানের গোলপার্থক্য +‌২। আর তিনে থাকা ডেম্পোর দুই পয়েন্ট। গোলপার্থক্য শূন্য। আর চেন্নাইন গেছে ছিটকে।


এই তিন দলের মধ্যে যে কোনও দলই শেষ চারে যেতে পারে। বলা ভাল প্রতিটি গ্রুপ থেকে শুধু শীর্ষস্থানীয় দলই সেমিফাইনালে উঠবে।


প্রথম বিষয় হল ডেম্পো জিতলেও ডার্বিতে যারা জিতবে তারাই সেমিফাইনালে।

 

আরও পড়ুন:‌ গত বছর খেলেছেন মাত্র দু'টি ম্যাচ, অবশেষে মাঠে ফিরছেন কলকাতার সাড়ে ৬ কোটির তারকা


দ্বিতীয় বিষয় ডেম্পো চেন্নাইনকে হারিয়ে দিলে পাঁচ পয়েন্ট হবে। এর পর কলকাতা ডার্বি ড্র হলে (গোলসংখ্যা যা–ই হোক না কেন) তিন দলেরই পাঁচ পয়েন্ট হবে। ডেম্পো যদি অন্তত পাঁচ গোলের ব্যবধানে জেতে তাহলে গোলপার্থক্যে তারা সকলকে টপকে সেমিফাইনালে যাবে।


আবার ডেম্পো যদি চার গোলের ব্যবধানে (শুধুই ৪–০) জেতে এবং ডার্বি গোলশূন্য ড্র হয়, তাহলে ইস্টবেঙ্গলের সঙ্গে ডেম্পোর পয়েন্ট, গোল পার্থক্য, গোল দেওয়ার সংখ্যা সমান হবে। তখন দুই দলের মধ্যে টস হবে। মোহনবাগানের কোনও সুযোগ থাকবে না।


আবার ডেম্পো যদি চার গোলের ব্যবধানে (৫–১ বা ৬–২ বা ৭–৩ বা আরও বেশি) জেতে এবং ডার্বি যদি ড্র (গোলশূন্য ছাড়া) হয়, তাহলে ইস্টবেঙ্গলকে সেমিফাইনালে যেতে হলে ডেম্পো যত গোল খাবে তার থেকে বেশি গোল দিয়ে ডার্বি ড্র করতে হবে। যদি ডেম্পোর গোল খাওয়া এবং ড্র হওয়া ডার্বিতে ইস্টবেঙ্গলের গোল দেওয়ার সংখ্যা সমান হয়, তাহলে টস হবে। কোনও ক্ষেত্রেই মোহনবাগানের কোনও সুযোগ থাকবে না।


তবে, ডেম্পো পয়েন্ট নষ্ট করলে তাদের শেষ চারে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। হারলে দুই পয়েন্টেই আটকে থাকবে। ড্র করলে হবে তিন পয়েন্ট। দু’টি ক্ষেত্রেই তারা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের থেকে পয়েন্টে পিছিয়ে থাকবে। দুই প্রধানেরই চার পয়েন্ট রয়েছে। সেক্ষেত্রে ডার্বিতে যারা জিতবে তারা সেমিফাইনালে যাবে। আবার ডেম্পো হারলে বা ড্র করলে এবং ডার্বি ড্র হলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলেরই পাঁচ পয়েন্ট হবে। গোল পার্থক্যে ইস্টবেঙ্গল সেমিফাইনালে চলে যাবে।

 

 


‌‌