আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে রোহিত শর্মার উদ্দেশে বিশেষ বার্তা দিলেন সুনীল গাভাসকর। ২০২৩ বিশ্বকাপ থেকে নিজের খেলার ধরন বদলে ফেলেছেন ভারত অধিনায়ক। প্রথম বল থেকেই মারমুখী মেজাজে দেখা যায় তাঁকে। ধরে খেলার চেষ্টা করেন না। শুরুতে দ্রুত রান তোলাই লক্ষ্য হিটম্যানের। তারজন্য নিজের উইকেট ছুড়ে দিতেও দ্বিধা করেন না। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই মেজাজে ব্যাট করছেন রোহিত। শুরুতে দলের টেম্পো তুলে দিচ্ছেন। কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে পারছেন না। ফাইনালে রোহিতের থেকে লম্বা ইনিংস দেখতে চান গাভাসকর। তিনি মনে করেন, ভারত অধিনায়ক বেশিক্ষণ ক্রিজে থাকলে সেটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সানি বলেন, 'রোহিত যদি অন্তত ২৫ ওভার পর্যন্ত ব্যাট করতে পারে, ভারতের রান ১৮০-২০০ হয়ে যাবে। যদি তখন মাত্র দুটো উইকেট হারিয়ে থাকে ভারত, ভাবুন কতদূর পৌঁছতে পারে। ৩৫০ বা তারও বেশি রানে পৌঁছে যেতে পারে।' 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত রোহিতের সর্বোচ্চ রান ৪১। ওপেনিং ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন। পরের তিনটে ম্যাচে ২০, ১৫, ২৮ রান করেন। গাভাসকর মনে করেন, রোহিতের নিজেরই ব্যাটিং ধরন বদলানো উচিত। আগ্রাসনের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে পারলে, তার প্রভাব ম্যাচে পড়বে। ম্যাচ উইনিং ইনিংস খেলার সম্ভাবনা থাকবে। এই প্রসঙ্গে গাভাসকর বলেন, 'রোহিতের নিজের এই বিষয়ে ভাবা উচিত। আগ্রাসী মনোভাব নিয়ে খেলা ভাল। তবে অন্যদিকে, ২৫-৩০ ওভার ব্যাট করার চেষ্টা করা উচিত। সেটা করতে পারলে, বিপক্ষের থেকে ম্যাচ ছিনিয়ে নেবে। এটা ম্যাচ উইনিং হবে। একজন ব্যাটার হিসেবে ২৫-৩০ রান করে কি খুশি হওয়া যায়? উচিত নয়। আমি সেটাই ওকে বলতে চাই। সাত, আট, নয় ওভারের বদলে ২৫ ওভার পর্যন্ত ব্যাট করতে পারলে ম্যাচের ওপর ওর প্রভাব আরও বেশি হবে।' কিংবদন্তি মনে করেন, রোহিতের এই স্ট্র্যাটেজি সাফল্য দিলেও, তাঁর দক্ষতার প্রমাণ মিলছে না। তাই ফাইনালে মানসিকতা বদলে নামা উচিত হিটম্যানের।