আজকাল ওয়েবডেস্ক: ভারতের পিচ নিয়ে যেসব ক্রিকেট বিশেষজ্ঞরা সর্বত্র সমালোচনা করে, তাঁদের এবার একহাত নিলেন সুনীল গাভাসকর। সিডনি টেস্টের দ্বিতীয় দিন মোট ১৫ উইকেট পড়েছে। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৯ রান ছিল অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দিন ১৮১ রান শেষ হয়ে যায় অজিদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ৬ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১৪১। ভারতের পিচে একদিনে ১৫ উইকেট পরলে শোরগোল পড়ে যেত। পিচের খুঁত বের করা শুরু করতেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বলা হতো, ইচ্ছে করেই এমন উইকেট বানানো হয়েছে। সিডনি টেস্টের দ্বিতীয় দিন ১৫ উইকেট পড়ার পর এই প্রসঙ্গ তোলেন কিংবদন্তি ক্রিকেটার। সুনীল গাভাসকর বলেন, 'যদি ভারতে একদিনে ১৫ উইকেট পড়ত, সবাই আক্রমণ করা শুরু করত। আমরা গ্লেন ম্যাকগ্রাকে বলতে শুনলাম, পিচে এতো ঘাস কোনওদিন দেখেননি। ভারতের কোনও প্রাক্তন ক্রিকেটারকে কি পিচ নিয়ে হাহুতাশ করতে শুনেছেন? আমরা মাঠে নামার সময় কঠিন মানসিকতা নিয়েই নামি। যদি হেরে যাই, হার মেনে নিই। বিদেশের মাটিতে হোম টিমকে হারানো খুবই কঠিন। গতকাল পিচ দেখার পর আমি বলেছিলাম, এখানে গরু চড়তে পারে। এটা টেস্ট ম্যাচের আদর্শ পিচ নয়। কারণ আমরা চাই খেলা চতুর্থ এবং পঞ্চম দিন পর্যন্ত গড়াক। বৃষ্টি না হলে, চতুর্থ দিন আমাদের এখানে আসতে হবে না।'
অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের একহাত নিলেন সানি। দাবি, ভারতীয়রা বিদেশের পিচ নিয়ে কোনও অভিযোগ জানায় না। ভারতে একদিনে ১৫ উইকেট পড়লে, বিদেশি ক্রিকেট পণ্ডিতরা তুলকালাম কাণ্ড সৃষ্টি করত। একইসঙ্গে সমালোচনার ঝড় বইয়ে দিত। এই প্রসঙ্গে গাভাসকর বলেন, 'ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা সবসময় ভারতীয় পিচ এবং এখানকার পরিবেশ ও পরিস্থিতি নিয়ে সমালোচনা করতে পছন্দ করে। কিন্তু আমরা কখনও হাহুতাশ করি না। আমাদের অভিযোগ করতেও শোনা যাবে না। কিন্তু ভারতে একদিনে ১৫ উইকেট পড়লে, বাকিরা নরক বানিয়ে দিত।' ঋষভ পন্থের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে ১৪৫ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের রান ১৪১। সর্বোচ্চ রান পন্থের। ৬১ রান করে আউট হন। সিডনি টেস্ট পুরোপুরি ওপেন। দুই দলেরই জেতার সম্ভাবনা আছে। চতুর্থ ইনিংসে ব্যাট করে রান তোলা সহজ হবে না অস্ট্রেলিয়ার। তাই তৃতীয় দিন সকালে লিড যতটা সম্ভব বাড়িয়ে রাখতে চাইবেন জাদেজা, ওয়াশিংটনরা। এটাই ভারতের শেষ ব্যাটিং জুটি।
