আজকাল ওয়েবডেস্ক: ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা ভারতীয় দলের জন্য সুখকর নয়। টুর্নামেন্টের ফাইনালে উঠলেও পাকিস্তানের হাতে দুরমুশ হতে হয়। বিরাট কোহলির নেতৃত্বে দল দুরন্ত ক্রিকেট খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রতিরোধ গড়তে পারেনি। আট বছর পর আবার মার্কি টুর্নামেন্ট ফিরছে। তবে তার আগে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পরিস্থিতি খুব একটা ভাল না। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার জন্য গত দু'মাস ধরে সমালোচিত হতে হয়েছে। তবে একদিনের ক্রিকেটে দু'জনেই রাজা। কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান করে রানের খরা কাটান রোহিত। এবার কোহলির পালা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই তারকা ক্রিকেটারের ব্যাটিং ফর্ম নিয়ে মন্তব্য করার পাশাপাশি আগাম ভবিষ্যদ্বাণী করে দিলেন সুনীল গাভাসকর। 

কিংবদন্তি তারকা মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা কোহলির কাছে বিরাট মোটিভেশন। এই প্রসঙ্গে সানি বলেন, 'কোহলি বড় ম্যাচের প্লেয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ওর কাছে বড় মোটিভেশন। তাই রান পেতে মরিয়া থাকবে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর গ্যাংনাম নাচ দিয়ে সেলিব্রেট করে। তখন সেটাই চলছিল। এবার ভারতকে জেতাতে পারলে হয়তো আরও একটা নতুন ধরনের সেলিব্রেশন দেখব।' রোহিত শর্মার ফর্মে ফেরায় স্বস্তি ফিরবে ভারতীয় ড্রেসিংরুমে। সানি মনে করেন, তার প্রভাব নেতৃত্বে পড়বে। গাভাসকর বলেন, 'একদিনের ম্যাচে রোহিত সবচেয়ে বিধ্বংসী ওপেনার। ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হলে রোহিতের স্ট্রাইকিংয়ের ওপর নির্ভর করতে হবে। এই ফরম্যাটে একাধিক দ্বিশতরান‌ খুব বেশিজন করেনি। রোহিত এমন একজন ব্যাটার যার এই রেকর্ড রয়েছে। দলের অধিনায়কের ফর্মে থাকা গুরুত্বপূর্ণ। তাহলে চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। রানের মধ্যে থাকলে তার প্রতিফলন অধিনায়কত্বে পড়ে। কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে ঘাবড়ে যাবে না।' ভারতীয় দলের দুই তারকার রান পাওয়ার বিষয়ে আশাবাদী কিংবদন্তি।