আজকাল ওয়েবডেস্ক: মাত্র আড়াই দিনে  কানপুর টেস্ট জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার এই দুরন্ত জয়ের পরে দলের 'হেডস্যর' গৌতম গম্ভীরকে নিয়ে ধন্য ধন্য করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের 'বাজবল' ক্রিকেটের মতোই ভারতের এই ক্রিকেটকে অনেকে 'গামবল' বলে উল্লেখ করেছেন।

কিন্তু সুনীল গাভাসকরের মতো প্রাক্তন কিংবদন্তি ভারতের এই দুর্দান্ত জয়ের জন্য গৌতম গম্ভীরকে কৃতিত্ব দিতে রাজি নন। ভারতীয় ক্রিকেটের 'সানি ভাই' অধিনায়ক রোহিত শর্মারই প্রশংসা করছেন।  হিটম্যান নেতা হওয়ার পর থেকেই দলের ব্যাটিংয়ের ধরনধারণ বদলে দিয়েছেন। কানপুরেও জয়ের জন্য ঝাঁপিয়েছিল রোহিত-ব্রিগেড। ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা সতীর্থদের বলেছিলেন রোহিত।

তবুও বিশেষজ্ঞরা গম্ভীরের প্রশংসা করছেন। বিষয়টা পছন্দ হয়নি লিটল মাস্টারের। নিজের কলামে তিনি লিখেছেন, ''মাত্র কয়েকমাস হয়েছে গম্ভীর কোচিং করাচ্ছে। তাঁকে কৃতিত্ব দেওয়ার অর্থ হল ওর পা চাটা। সর্বোচ্চ পর্যায়ের পা চাটার নিদর্শন তুলে ধরা হচ্ছে। ম্যাকালাম যেভাবে ব্যাট করত, গম্ভীর তো সেভাবে ব্যাটিংই করত  না। যদি কাউকে কৃতিত্ব দিতেই হয়, তাহলে রোহিত শর্মাকে দেওয়া হোক। অন্য কাউকে নয়।'' 

কানপুর টেস্ট ছিল বৃষ্টিবিঘ্নিত। প্রথম দিন ৩৫ ওভার খেলা হয়। তার পরে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত ঘোষিত হয়। চতুর্থ দিনের খেলা শুরু হলে টিম ইন্ডিয়া আড়াই দিনে টেস্ট ম্যাচ জিতে নেয়। তার পর থেকেই গম্ভীরের আক্রমণাত্মক ক্রিকেটের প্রশংসা করা হয়। কিন্তু এর পিছনে আসল লোক যে রোহিত শর্মা, সে কথা মনে করিয়ে দিয়েছেন গাভাসকর।