আজকাল ওয়েবডেস্ক: ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর প্রায় ৪৮ ঘণ্টা কাটতে চলেছে। কিন্তু এখনও রোহিতদের সব ম্যাচ দুবাইয়ে খেলা নিয়ে বিতর্কের রেশ অব্যাহত। এর আগে একই ভেন্যুতে খেলার অ্যাডভান্টেজ নিয়ে সমালোচনা করেন প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেন রোহিত শর্মা, গৌতম গম্ভীর। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সুনীল গাভাসকর‌। ইংল্যান্ড প্রসঙ্গ টেনে সমালোচকদের থোঁতা মুখ ভোঁতা করলেন কিংবদন্তি। গাভাসকর বলেন, 'জানি এমন লোকজন থাকবেই যারা ভারতের একই ভেন্যুতে খেলার সুবিধার কথা বলবে। ম্যাচের মাঝে যাতায়াত না করার প্রসঙ্গ তুলে ধরবে। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছিল। এই বিষয়ে কোনও নেতিবাচক মন্তব্য করার হলে, সেটা টুর্নামেন্টের প্রথম বল হওয়ার আগেই হওয়া উচিত ছিল। যদি হোম অ্যাডভান্টেজের জন্য ভারত জিতে থাকে, তাহলে কেন ২০১৯ পর্যন্ত কোনও আইসিসি ট্রফি জেতেনি ইংল্যান্ড? তার আগে হাফ ডজন বার টুর্নামেন্টের আয়োজন করা সত্ত্বেও জিততে পারেনি।' নিজের কলমে এমনই লেখেন সানি।

রোহিত শর্মার বিশেষ প্রশংসা করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দলের ভারসাম্যের কৃতিত্ব দেন। গাভাসকর বলেন, 'ভারতীয় দলে ভারসাম্য ছিল। সেই কারণেই জিতেছে। টুর্নামেন্টের বিভিন্ন সময়, আলাদা ম্যাচে কেউ না কেউ গেমচেঞ্জারের ভূমিকা পালন করেছে। তারওপর রোহিত শর্মার অধিনায়কত্ব। দুটো আইসিসি ট্রফি জিতে এমএস ধোনিকে ধরে ফেলেছে।' রোহিত শর্মাকে আরও কয়েকদিন অধিনায়ক হিসেবে দেখতে চান সানি। ভারত জেতার পর মাঠের ধারে দাঁড়িয়ে গাভাসকরের নাচ ভাইরাল হয়ে গিয়েছে। ৭৫ বছর বয়সেও উচ্ছ্বাসের এইধরনের বহির্প্রকাশ প্রশংসনীয়।