আজকাল ওয়েবডেস্ক: তীরে এসে তরী ডুবল। মাত্র ২২ রানে হারল ভারত। দাঁতে দাঁত চেপে লড়াই অব্যাহত রাখেন রবীন্দ্র জাদেজা। কিন্তু পার্টনারের অভাবে লাইন পার করতে পারলেন না। ১৮১ বলে ৬১ রানে অপরাজিত ভারতীয় অলরাউন্ডার। অন্য প্রান্তে শোয়েব বশিরের বলে বোল্ড মহম্মদ সিরাজ। প্রথমে বুমরা, পরে সিরাজকে নিয়ে আপ্রাণ লড়াই চালান। ১১২ রানে ৮ উইকেট হারায় ভারত। সেই জায়গা থেকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন দলকে। কিন্তু হাতে যদি আরও একটি উইকেট থাকত। মধ্যাহ্নভোজের আগে মাত্র ৪১ রানে ৪ উইকেট হারায় ভারত। এটাই পার্থক্য গড়ে দেয়। হারের কারণ হিসেবে টপ অর্ডারের ব্যর্থতাকে তুলে ধরেন শুভমন গিল। তবে লর্ডস টেস্ট ভুলে, সামনের দিকে এগিয়ে যেতে চান ভারত অধিনায়ক। গিল বলেন, 'আমি দলের খেলায় গর্বিত। আমরা যতটা সম্ভব কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। সকালে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। অনেক ব্যাটিং বাকি ছিল। টপ অর্ডারে আমাদের কয়েকটা পার্টনারশিপ দরকার ছিল। আমরা সেটা করতে পারিনি। ওরা আমাদের থেকে ভাল খেলেছে। তবে আমরা সবসময় ঘুরে দাঁড়ানোর আশা রাখি। টার্গেট বড় ছিল না। একটা পার্টনারশিপ হলেই আমরা ম্যাচে ফিরতাম। জাড্ডু খুবই অভিজ্ঞ প্লেয়ার। ওকে কোনও বার্তা দেওয়ায় ছিল না। শুধু চাইছিলাম ওর সঙ্গে টেলএন্ডাররা টিকে থাকুক।'
প্রথম ইনিংসে ঋষভ পন্থের রান আউট কিছুটা পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন গিল। জানান, প্রথম ইনিংসে এগিয়ে থাকা উচিত ছিল তাঁদের। গিল বলেন, 'প্রথম ইনিংসে এগিয়ে থাকলে আমাদের সুবিধা হত। পন্থের রান আউট কিছুটা পার্থক্য গড়ে দিয়েছে। সবকিছু খুব দ্রুত বদলে যায়। শেষ ঘণ্টায় আমরা আরও একটু ভাল করতে পারতাম। এদিন সকালে ওরা পরিকল্পনা নিয়ে নেমেছিল। আমরা কেমন খেলেছি সেটা সিরিজের স্কোরলাইন দেখে বিচার করা যাবে না।' লর্ডস টেস্টের পর আবারও একই প্রশ্ন উঠছে। যা এজবাস্টন টেস্টের আগে উঠেছিল। ওল্ড ট্র্যাফোর্ডে কি খেলবেন যশপ্রীত বুমরা? ধোঁয়াশা জিইয়ে রাখলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। গিল বলেন, 'আপনারা দ্রুত সেটা জানতে পারবেন।'
লর্ডস টেস্টে ম্যাচের সেরা বেন স্টোকস। দুই ইনিংসে ৪৪ এবং ৩৩ রান করার পর পাঁচ উইকেট নেন। এছাড়াও ঋষভ পন্থকে রান আউট করেন। জয়ের কৃতিত্ব জোফ্রা আর্চারকে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক। স্টোকস বলেন, 'ছয় বছর আগে ২০১৯ সালে ও প্রধান ভূমিকা নিয়েছিল। আমার মনে হয়েছিল এদিনও ও বিশেষ কিছু করবে এবং আমাদের জন্য গেম ওপেন করে দেবে। তাই ওর সঙ্গে একটু আলোচনা করি। ব্রাইডন দারুণ বল করেছে। তবে আমার মনে হয়েছিল, প্রত্যাবর্তনের ম্যাচে জোফ কিছু করে দেখাবে।' ইংল্যান্ডের অধিনায়কও মনে করেন, প্রথম ইনিংসে পন্থের রান আউট ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।
