আজকাল ওয়েবডেস্ক: আঙুলের চোট সারিয়ে অস্ট্রেলিয়ার একাদশে ফিরতে চলেছেন স্টিভ স্মিথ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টেই দেখা যাবে তাঁকে।
ব্যাটিংয়ে তিনি নিজের প্রিয় পজিশনেই নামবেন। তবে ফিল্ডিংয়ের সময়ে বড় পরিবর্তন দেখা যাবে।
স্লিপ ফিল্ডিংয়ে সর্বকালের সেরাদের একজন স্টিভ স্মিথ। এই পজিশনে দুর্দান্ত সব ক্যাচ ধরেছেন স্লিপে।
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে স্লিপে স্মিথের না দাঁড়ানোর পিছনে রয়েছে আঙুলের চোট।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানালেন, স্পিন বোলিংয়ের সময়ে স্লিপে স্মিথকে দেখতে পাওয়ার সম্ভাবনা থাকলেও পেস বোলিংয়ের সময়ে তিনি থাকবেন না। কামিন্স বলেন, ''মাঠে নামতে প্রস্তুত স্মিথ। ওর আঙুল ঠিকই আছে। ব্যাটিং নিয়ে খুশি। ফিল্ডিংয়ে ওকে নিয়ে পরিবর্তন আনতে হবে। স্লিপে স্মিথকে দেখা যাবে না। স্পিন বোলিংয়ের বিরুদ্ধে স্লিপে হয়তো স্মিথকে দেখা যাবে। কিন্তু পেসারদের বিরুদ্ধে স্লিপে দাঁড়াতে হয়তো আরও সপ্তাহখানেক লাগবে স্মিথের।'' কামিন্সের কথা অনুযায়ী, মিড অফ বা ফাইন লেগে বেশি দৌড়োদৌড়ি করতে দেখা যাবে স্মিথকে।
স্মিথ অবশ্য আগেই এই ইঙ্গিতটা দিয়েছিলেন। ক্রিকেট কেরিয়ারে এমন অভিজ্ঞতা তাঁর খুব একটা নেই।
