আজকাল ওয়েবডেস্ক: বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে আছেন স্টিভ স্মিথ। সিডনি সিক্সার্সের হয়ে ইতিমধ্যেই এই মরশুমে একটি শতরান ও একটি অর্ধশতরান করে ফেলেছেন। বিবিএলে এই নিয়ে দুটি শতরান হল স্মিথের। ২০২৪–২৫ মরশুমেই করেছিলেন অনবদ্য ১২১ রান।
এরকম ছন্দে থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার টি–২০ দলে জায়গা পান না স্মিথ। শেষ খেলেছিলেন দু’বছর আগে। আসন্ন টি–২০ বিশ্বকাপের দলেও সুযোগ পাননি স্মিথ।
সেই স্মিথ বলছেন,‘বড় টুর্নামেন্টে সবসময়ই অস্ট্রেলিয়ার হয়ে খেলতে ভালবাসি। কিন্তু টি–২০ আন্তর্জাতিক খেলার বয়স হয়ত আর নেই। পেরিয়ে এসেছি সময়টা। তাছাড়া অস্ট্রেলিয়ার দুই ওপেনার বেশ ভালই খেলছে। আমি বিগ ব্যাশেই ঠিক আছি।’
প্রসঙ্গত, বিগ ব্যাশে চলতি মরশুম ও এই মরশুম মিলিয়ে ওপেনার স্মিথ ছয় ম্যাচে করেছেন ৩৪৬ রান। স্ট্রাইক রেট ১৮০। করেছেন দুটি শতরান। স্মিথের কথায়, ‘একটাই লক্ষ্য আছে। অলিম্পিকটা যদি খেলতে পারি। হাতে এখনও সময় আছে। ২০২৮ সালে অলিম্পিক। দেশের হয়ে ওই টুর্নামেন্টটাই খেলার ইচ্ছা রয়েছে।’
এবারের বিবিএলে সিডনি সিক্সার্স ইতিমধ্যেই উঠে গিয়েছে প্লে–অফে। ২০ জানুয়ারি প্রথম কোয়ালিফায়ারে সিডনি সিক্সার্সের সামনে পারথ স্করচার্স। যে জিতবে তারাই চলে যাবে ফাইনালে।
এদিকে, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি–২০ বিশ্বকাপ। তার আগে এটাই ভারতের শেষ প্রস্তুতি। তবে বুধবার নাগপুরে প্রথম ম্যাচে নামার আগে অবশ্য ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেটাররা। জঙ্গলে বাঘ দেখতে ছুটলেন সূর্যকুমাররা।
নাগপুরে সিরিজের প্রথম ম্যাচের আগে সোমবার ‘পেঞ্চ টাইগার রিজার্ভ’–এ গিয়েছিলেন সূর্যরা। ভারতের টি–২০ দলের অধিনায়কের সঙ্গে ছিলেন আরও চার ক্রিকেটার। তাঁরা হলেন রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, ঈশান কিশান ও রবি বিশ্নোই। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র জুড়ে রয়েছে এই ব্যাঘ্র প্রকল্প। শনিবার সেখানে পৌঁছোন ক্রিকেটাররা। রবিবার সেখানেই ছিলেন তাঁরা। সোমবার তাঁরা যান জঙ্গল সাফারিতে।
‘পেঞ্চ টাইগার রিজার্ভ’–এর ফিল্ড ডিরেক্টর জে দেবা প্রসাদ সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সোমবার জঙ্গল সাফারির পর নাগপুর রওনা দেন ক্রিকেটাররা। বুধবার সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবেন তাঁরা। তবে বাঘের দেখা পাননি সূর্যরা। আর এক আধিকারিক জানিয়েছেন, চিতা ও অন্য জন্তু দেখেছেন সূর্যরা। কিন্তু বাঘ দেখতে পাননি। গোটা সাফারিতে হুডখোলা জিপে ঘুরেছেন ক্রিকেটাররা। সেখানে বাকি যে পর্যটকরা এসেছিলেন তাঁরা সূর্যদের দেখে অবাক হয়ে যান। তাঁদের অনেকের সঙ্গে ক্রিকেটাররা ছবিও তোলেন। পরে জঙ্গল ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন রিঙ্কুরা।
