আজকাল ওয়েবডেস্ক: লাঠি পেটা করা উচিত পাক তারকাকে। এশিয়া কাপের বল গড়ানোর আগে পাক তারকা মহম্মদ হ্যারিসকে তুলোধনা করলেন প্রাক্তনরা। সলমন আঘার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে পাকিস্তান ২-১-এ জিতেছে টি-টোয়েন্টি সিরিজ। 

এশিয়া কাপের দলে যে সুযোগ হয়নি বাবর আজমের সেই প্রসঙ্গেই তিনি মত দিয়েছিলেন। কিন্তু যেভাবে হ্যারিস তাঁর সিনিয়র সম্পর্কে মন্তব্য করেছেন, তাতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তনরা। 

কনিষ্ঠ ফরম্যাটে ফিরতে হলে বাবর আজমের স্ট্রাইক রেট ভাল করতে হবে। এই কথাই বলেছিলেন হ্যারিস। কিন্তু যেভাবে তিনি মতামত দিয়েছেন, তা অত্যন্ত দৃষ্টিকটূ। সেই ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হ্যারিসের সাক্ষাৎকার যিনি নিচ্ছিলেন, তিনি বারংবার প্রশ্ন করেন, ''তেজ ইয়া স্লো?'' এই প্রশ্নের জবাবে হ্যারিস বলেন, ''তেজ।'' 
বাবরের স্ট্রাইক রেট সংক্রান্ত প্রশ্নে হাসাহাসি শুরু করে  দেন হ্যারিস। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি এবং উইকেট কিপার কামরান আকমল ভাল ভাবে নেননি সিনিয়রের প্রতি এক জুনিয়রের এহেন মন্তব্য। 

আরও পড়ুন: এশিয়া কাপের আগেই নেতিবাচক মন্তব্য তিরাশির বিশ্বজয়ী দলের সদস্যের, টি-টোয়েন্টি বিশ্বকাপে 'ভারতের কোনও সম্ভাবনাই নেই'

'দ্য গেম প্ল্যান'-এ বাসিত বলেন, ''মহম্মদ হ্যারিস যদি বলে থাকে বাবর আজমের উন্নতি প্রয়োজন তাহলে লাঠির বাড়ি মারা উচিত।'' ক্রিকেটাররা কীভাবে মিডিয়ার সঙ্গে কথা বলবে সেই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক হতে বলছেন বাসিত-আকমলরা। 

পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট ও ১৫৭টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলা আকমল বলছেন, ''এই ধরনের প্রশ্নের জবাব কীভাবে দিতে হয়, সেই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত নজর দেওয়া।'' 

আকমলের সংযোজন, ''হাজার হোক হ্যারিস এখন আর বাচ্চা নয়। সবই বোঝে। ওর বলা উচিত ছিল এ বিষয়ে আমার বলটা উচিত হবে না। বরং বাবরের থেকে শেখা উচিত এবং দেশকে কীভাবে জেতাতে হয়, সেদিকেও লক্ষ্য রাখা উচিত।'' 

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল পাকিস্তান। দল থেকে বাদ পড়েন দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ‌ এবং এশিয়া কাপের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সলমন আঘা দলকে নেতৃত্ব দেবেন। উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয় মহম্মদ হ্যারিসকে। দলে জায়গা পেয়েছেন শাহিন আফ্রিদি। সুযোগ পান ফখর জামানও। তবে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের জায়গা হয়নি। এশিয়া কাপের দলে সুযোগ পান হ্যারিস রউফ, হাসান আলি এবং ফাহিম আশরাফ। তরুণ ক্রিকেটার সাইম আইয়ুব এবং হাসান নওয়াজও সুযোগ পান।

পাকিস্তান ক্রিকেটের দুই তারকা যে বাদ পড়তে চলেছেন, তার আভাস আগেই পাওয়ায় গিয়েছিল। সম্প্রতি টি-২০ ক্রিকেটে বাবর এবং রিজওয়ানের গড় এবং স্ট্রাইক রেট সবচেয়ে খারাপ। ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারে পাকিস্তান। ০-১ এ সিরিজে পিছিয়ে থেকে ২-১ এ জেতে ক্যারিবিয়ানরা। তৃতীয় একদিনের ম্যাচে ২৯৫ রান তাড়া করতে নেমে ৯২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ধস নামে। প্রথম তিন ওভারের মধ্যে টপ অর্ডারে তিন উইকেট হারায় পাকিস্তান। ফেরেন দুই ওপেনার সাইম আয়ুব এবং আবদুল্লা শফিক। শূন্য রানে আউট হন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। মাত্র ৯ রান করেন বাবর আজম। মাত্র ২৯.২ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১৮ রানে ৬ উইকেট নেন জেডেন সিলস।

এর আগে সলমন আঘার নেতৃত্বে ২-১ এ টি-২০ সিরিজ জেতে পাকিস্তান। আসন্ন এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে হবে। পরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হবে। যা যুগ্মভাবে আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। আগেই জানা গিয়েছিল, একদিনের দলের থেকে আলাদা হবে পাকিস্তানের টি-২০ দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ছিলেন না। তাই এশিয়া কাপেও তেমন হওয়ার সম্ভাবনা ছিল‌ই।

আরও পড়ুন: 'আশ্চর্যের বিষয়,' ২০১৯ বিশ্বকাপে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে মুখ খুললেন কিউয়ি তারকা...