আজকাল ওয়েবডেস্ক: চ্যম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার দিন কলকাতা আবার ক্রিকেটের শহরে পর্যবসিত হল। ২২ জানুয়ারি ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। 

আর তার জন্য ভারত ও ইংল্যন্ডের দখলে শহর কলকাতা। শনিবার থেকেই ক্রিকেট জ্বরে আক্রান্ত হতে শুরু করেছে শহর। 

পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পরে ইডেন গার্ডেন্সে ফের আন্তর্জাতিক ম্যাচের বল গড়াচ্ছে। ফলে ধরে নেওয়া হচ্ছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইডেন ভর্তিই থাকবে। ধাপে ধাপে দু'দলের ক্রিকেটাররা এসে পৌঁছেছেন কলকাতায়। 

ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন প্রথমে কলকাতা বিমানবন্দরে পা রাখেন। প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে এসএ২০ খেলছেন তিনি। দক্ষিণ আফ্রিকা থেকেই কলকাতায় পৌঁছেছেন তিনি। 

জস বাটলারের নেতৃত্বাধীন বাকিরা দুবাইয়ে প্রস্তুতি করছিলেন। প্রায় সবাই পৌঁছে গিয়েছেন শহরে। রবিবার দুপুরে ইংল্যান্ডের প্র্যাকটিস ছিল। কিন্তু তা বাতিল হয়ে গিয়েছে বলেই খবর। 

এদিকে ভারতীয় দলের তারকারা ধীরে ধীরে শহরে এসে পৌঁছচ্ছেন। নীতীশ কুমার রেড্ডি, রিঙ্কু সিং এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ শহরে পা রাখেন। সন্ধ্যায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এসে পৌঁছেছেন। সূর্য ও তিলক বিমানে বসে রয়েছেন, এমন ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। শোনা যাচ্ছে মহম্মদ সামি ও হার্দিক পাণ্ডিয়ার শহরে পৌঁছতে পৌঁছতে মাঝরাত হয়ে যাবে। রবিবার ভারত অনুশীলনে নামবে সন্ধ্যায়। 

সূর্যকুমার যাদবের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় ভারত ৩-১-এ সিরিজ জিতেছে। এবার পরীক্ষা ঘরের মাঠে। যার প্রথম ম্যাচ ইডেনে।