আজকাল ওয়েবডেস্ক:‌ চিন্নাস্বামীর দুঃস্বপ্নের স্মৃতি ফের ফিরে আসছিল। আইপিএল জয়ের পর আরসিবির সেলিব্রেশন দেখতে গিয়ে হুড়োহুড়িতে প্রাণ গিয়েছিল ১১ জন ক্রিকেটপ্রেমীর। ক্রিকেট ঘিরে ফের পদপিষ্টের মতো ঘটনা ঘটল কটকে। তবে প্রাণহানির ঘটনা ঘটেনি। 


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কাটতে গিয়ে হুড়োহুড়ি পড়ল কটকের বরাবাটি স্টেডিয়ামে। কার্যত পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় কটকে। টিকিট কাটার তাড়ায় প্রবল ভিড়ে ধাক্কাধাক্কি, দৌড়–সবমিলিয়ে শুক্রবার সকালে বরাবাটি স্টেডিয়ামের সামনে চূড়ান্ত অব্যবস্থা দেখা দেয়। প্রবল ভিড়ে উন্মত্ত জনতার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।


কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারতের শেষ ম্যাচ পড়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। সেই ওয়ানডে ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে চাহিদা তুঙ্গে ছিল। বছর শেষে ফের কটকে খেলতে আসছে টিম ইন্ডিয়া। ৯ ডিসেম্বর সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচ ওড়িশার কটকে। সেই ম্যাচের টিকিট নিয়েই যাবতীয় বিতর্ক। আগামী মঙ্গলবারের ম্যাচের জন্য অনলাইনে পর্যাপ্ত টিকিট ছাড়া হয়নি বলেই অভিযোগ। তাই শীতের সকালে কাঁপতে কাঁপতে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা থেকেই দর্শকরা লাইনে দাঁড়িয়েছিলেন। শুক্রবার সকাল ৬টায় কাউন্টার খুলতেই হুড়োহুড়ি পড়ে যায়। 


ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গেছে, হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন বরাবাটি স্টেডিয়ামের গেটের বাইরে। দরজা খোলামাত্র বিপুল মানুষের ভিড় আছড়ে পড়ে টিকিট কাউন্টারের সামনে। একে অপরকে ধাক্কা মেরে এগিয়ে যাচ্ছিলেন ক্রিকেটপ্রেমীরা। টিকিট কাটা নিয়ে তুমুল অব্যবস্থায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্রিকেট ভক্তরা। ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দর্শকদের দাবি, স্টেডিয়ামের যে দর্শকাসন তার খুবই কম অংশের টিকিট ছাড়া হয়েছে অনলাইনে।


এটা ঘটনা, বরাবাটি স্টেডিয়ামে ৪৫ হাজার আসন রয়েছে। কিন্তু তার মধ্যে ২০ হাজার আসনের টিকিট বিক্রির জন্য ছাড়া হয়েছে বলে সূত্রের খবর। বাকিটা ভিআইপিদের জন্য সংরক্ষিত বা পাস হিসাবে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ ক্রিকেটপ্রেমীদের। টিকিটের জন্য হাহাকার বাড়িয়েছে কালোবাজারি। এক হাজার টাকার টিকিট বিক্রি হচ্ছে ছয় হাজারে। ছয় হাজারের টিকিট বিক্রি হচ্ছে এগারো হাজারে। শুক্রবারই অফলাইনে টিকিট বিক্রি শুরু হয় বরাবাটি স্টেডিয়ামে। তারপরেই কার্যত পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় কটকে। কিন্তু বড় বিপদ ঘটেনি।